উত্তর : ভূমিকা : ভারতবর্ষে মুঘল সাম্রাজের
প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। বাবরের পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ন। হুমায়ুন বাংলা জয় করার জন্য অভিযান পরিচালনা করেন। হুমায়ুন বাংলায় বেশিদিন শাসন ক্ষমতা ধরে রাখতে পারে নি।
হুমায়ুনের বাংলা অভিযান : মুঘলদের বাংলা বিজয় মধ্যযুগীয় বাংলার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এর মধ্য দিয়ে বাংলায় স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে এবং শুরু হয় মুঘল যুগের। সম্রাট বাবর ও হুমায়ুনের রাজত্বকালে বাংলার বিভিন্ন অঞ্চলে পাঠান শাসকগণ স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করেন। সম্রাট হুমায়ুন ১৫৩৮ খ্রিস্টাব্দে শেরশাহকে দমন করার জন্য অভিযান করেন। তিনি ১৫৩৮ সালের এক প্রকার বিনাবাধায় বাংলায় প্রবেশ করে গৌড় দখল করেন। হুমায়ুন গৌড়তে চার মাস অবস্থান করেন। গৌড়ের সুন্দর প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন এবং গৌড়ের নাম দেন জান্নাতাবাদ। তিনি বাংলার মুঘল শাসনের জন্য জাহাঙ্গীর কুলীকে বাংলার শাসনকর্তা নিয়োগ করে ৫০০ জন মোঘল সৈন্য নিয়োজিত করেন। হুমায়ুন দিল্লি প্রত্যাবর্তনকালে শেরশাহের হাতে পরাজিত হন। বাংলায় মুঘল শাসন বিলুপ্ত হয় এবং শেরশাহ খানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, বাংলার ইতিহাসে হুমায়ুনের বাংলা অভিযান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। হুমায়ুন বাংলার ‘মুঘল শাসন প্রতিষ্ঠায় বাংলা বিজয় করেছিলেন। তবে হুমায়ুন বাংলায় বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারেননি।