স্থির ব্যয় একটি ফার্মের দীর্ঘমেয়াদী উৎপাদন পরিকল্পনাকে, কিভাবে প্রভাবিত করে?

রকেট সাজেশন
রকেট সাজেশন

অথবা, দীর্ঘমেয়াদী স্থির ব্যয়ের ধারণা ব্যাখ্যা কর।

উত্তর : দীর্ঘকালে কোন ফার্মের উৎপাদন পরিকল্পনা তার স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় দ্বারাই প্রভাবিত হয়। স্বল্পকালে কোন ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যায়। স্বল্পকালে কোন উৎপাদন প্রতিষ্ঠান যদি দেখে যে, পণ্যের দাম হতে মোট পরিবর্তনীয় ব্যয় এবং স্থির ব্যয়ের সামান্য অংশ ওঠে আসছে তাহলে উৎপাদন বন্ধ করার চেয়ে সামান্য লোকসান দিয়েও প্রতিষ্ঠানটি উৎপাদন কাজ চালিয়ে যাবে। অর্থাৎ উৎপাদিত পণ্যের দাম হতে পরিবর্তনীয় ব্যয় পুরোটাই প্রাপ্তি হলে বর্তমান ক্ষতি স্বীকার করে ভবিষ্যতে লাভের আশায় প্রতিষ্ঠানটি উৎপাদন কার্য চালু রাখবে। এভাবে স্বল্পকালে কোন ফার্ম পরিবর্তনীয় ব্যয় দ্বারাই প্রভাবিত হয়। কিন্তু দীর্ঘকালে কোন ফার্ম তার স্থির ব্যয় দ্বারাই প্রভাবিত হয়। দীর্ঘকালীন অবস্থায় পণ্যের দাম হতে প্রতিষ্ঠানকে মোট ব্যয় অর্থাৎ স্থির ও পরিবর্তণীয় উভয় ব্যয়ই উঠতে হবে। দীর্ঘকালে যদি পণ্যের দাম হতে উৎপাদনের স্থির ব্যয় না ওঠে তবে ফার্মটি টিকে থাকতে পারে না। তাই দীর্ঘকাল স্থির ব্যয় উঠানো সম্ভব না হলে ফার্মটি উৎপাদন কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়। সুতরাং দীর্ঘকালে কোন ফার্ম উৎপাদন কাজ চালিয়ে যাবে কিনা তা তার স্থির ব্যয়ের উপর নির্ভর করে।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে, দীর্ঘকালে একটি ফার্মের উৎপাদন পরিকল্পনা তার স্থির ব্যয় দ্বারাই প্রভাবিত হয়ে থাকে।