অথবা, স্থানীয় সরকার কাঠামাের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী?
অথবা, স্থানীয় সরকার কাঠামাের লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ কর।
অথবা, স্থানীয় সরকার কাঠামাের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
অথবা, স্থানীয় সরকার কাঠামাের লক্ষ্যসমূহ কী কী?
অথবা, স্থানীয় সরকার কাঠামাের উদ্দেশ্যগুলাে লিখ।
ভূমিকা : স্থানীয় সরকার একটি জনসংগঠন যা কেন্দ্রীয় সরকারের কোনাে একটি ক্ষুদ্র এলাকার সীমিত। পরিমাণে দায়িত্ব পালন করে। স্থানীয় সরকার একটি নির্দিষ্ট, অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলের শাসন সংস্থাকে বুঝায়। কোন নির্দিষ্ট অঞ্চলের জনগণের সুযােগ সুবিধা সৃষ্টি ও তাদের বিভিন্ন সেবা প্রদানের জন্যই স্থানীয় সরকারের সৃষ্টি।
স্থানীয় সরকার কাঠামাের লক্ষ্য ও উদ্দেশ্য : সময়ের প্রেক্ষিতে স্থানীয় সরকার কাঠামােতে বিবিধরূপ। পরিবর্তন সাধিত হয়। স্থানীয় সরকার কাঠামাে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে সময়ের আবর্তে তার গুরুত্ব। অনেকাংশে বৃদ্ধি পায়। স্থানীয় সরকার কাঠামাে পর্যালােচনা কমিশন, ১৯৯১ (স্থানীয় সরকার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন পুনর্গঠন (রহিতকরণ) অধ্যাদেশ, ১৯৯১) বাংলাদেশে প্রস্তাবিত স্থানীয় সরকার কাঠামাের লক্ষ্য ও উদ্দেশ্যের উপর
আলােকপাত করেছে। এ প্রস্তাবনার গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ নিম্নরূপ :
১. প্রশাসন ও উন্নয়নে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা।
২. প্রত্যক্ষ ভােটের মাধ্যমে মহিলাদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।
৩. স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।
৪. স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার ব্যবস্থা করা।
৫. উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকা হতে সম্পদ আহরণ করা ।
৬. স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে জনগণের নিকট জবাবদিহি রাখার ব্যবস্থা করা।
কেন্দ্রীয় সরকারের পক্ষে এককভাবে দেশের যাবতীয় কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। তাই সরকারের কার্যাবলি সুষ্ঠু ও যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সমগ্র ভূ-ভাগকে বিভিন্ন এলাকাভিত্তিক ভাগ করা হয়। এতে কেন্দ্রীয় সরকারের কাজের ভারও কমানাে সম্ভব।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, স্থানীয় সরকার কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের এজেন্ট হিসেবে কাজ করে। স্থানীয় সরকারের দায়িত্ব আছে, কিন্তু নীতিনির্ধারণের স্বাধীনতা নেই ।