অথবা, সুষ্ঠু জনমত গঠনের শর্তগুলো উল্লেখ কর।
উত্তরঃ ভূমিকা : বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত একটি গুরুত্বপূর্ণ আলোচ্যবিষয়। কেননা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূলভিত্তি হলো জনমত। এখানে সরকার বিরোধীদল সবাইকে জনমতের উপর গুরুত্ব দিতে হয়। জনমত গঠন করা খুব সহজ কথা নয়। জনমত গঠনের জন্য বিভিন্ন শর্ত পূরণ করতে হয় এসব শর্তসাপেক্ষে গড়ে উঠে একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক জনমত।
জনমত গঠনের শর্তাবলি : জনমতকে সুস্থ, সজ্ঞান ও সচেতন করতে হলে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিত।
নিম্নে এগুলো উল্লেখ করা হলো :
১. সুষ্ঠ মাধ্যম : জনমত গঠনের মাধ্যমগুলোর সুষ্ঠু ও সঠিক পথে পরিচালিত হতে হবে। যেন তা কোন স্বার্থনেষী মহলের আয়ত্তে না আসে এবং জনস্বার্থে উদ্বুদ্ধ হয় ও সঠিকভাবে জনকল্যার্থে জনমত কাজে লাগে।
২. ব্যাপক শিক্ষার প্রসার: জনমত গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। ব্যাপক শিক্ষাবিস্তারের মাধ্যমে জনগণ সচেতন
হয়ে উঠে ফলে জনগণ কুচক্রীদের দ্বারা প্রভাবিত হয় না।
৩. নিরপেক্ষ সংবাদ মাধ্যম : জনমত গঠনে সংবাদ মাধ্যম তখনি ভূমিকা রাখতে পারবে যখন সংবাদ মাধ্যম নিরপেক্ষ থাকবে। তাই সংবাদ মাধ্যম যেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে জনমত গঠন করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
৪. জনগণের রাজনৈতিক শিক্ষা : জনগণের মধ্যে ব্যাপক রাজনৈতিক প্রচার ও যথাযথ রাজনৈতিক শিক্ষা সুষ্ঠু জনমতের একটি উল্লেখযোগ্য পূর্বশর্ত। রাজনৈতিক বিষয়াদির ব্যাপক প্রচার জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে ভুলে জনমত সুনিশ্চিত করা যায়।
৫. নিরপেক্ষ, সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশণ: জনগণের উপর সংবাদপত্রের প্রভাব যথেষ্ট হওয়ায় সুষ্ঠু জনমত পঠনের শর্ত হিসেবে সাংবাদিকদের উচিত স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষভাবে সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশন করা।
উপসংহার : আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি যে, সুষ্ঠু ও সঠিক পন্থায় যদি জনমত গঠন করে শাসন পরিচালনা করা যায় তাহলে গণতন্ত্রের সুফল পাওয়া যাবে। তাই একটি গণতান্ত্রিক দেশে সুষ্ঠু গণতন্ত্র চর্চার স্বার্থে সুষ্ঠু জনমত গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে।