উত্তর : ভূমিকা : প্রাচীন বাংলায় বৌদ্ধ, হিন্দু প্রকৃতিপূজা প্রভৃতি ধর্মীয় বিশ্বাস সাধারণ মানুষের মাঝে বিস্তার লাভ করে। কিন্তু সুলতানি আমলে এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে মুসলমানদের প্রভাব বাড়তে থাকে এবং মুসলমানদের
সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। তবে এ যুগে বাংলায় ধর্মীয় ম্প্রদায়গত দাঙ্গা কিংবা যুদ্ধের প্রমাণ পাওয়া যায় না। এ যুগে দীর্ঘ দিন থেকে হিন্দু ও মুসলিমগণ সহাবস্থানে থেকে সম্ভাব বজায় রেখে চলে।
→ সুলতানি যুগে বাংলার ধর্মীয় অবস্থা : নিম্নে সুলতানি যুগে বাংলার ধর্মীয় অবস্থা সম্পর্কে আলোচনা করা হলো :
১. হিন্দুদের অবস্থা : সুলতানি আমলে হিন্দু ধর্মীয়গণ বাংলায় সকল সুযোগ-সুবিধা ভোগ করতো। তাদেরকে কোনো ধরনের অবহেলা করা হতো না। কোনো কোনো শাসকের ধর্মীয় উদারতার কারণে হিন্দুগণ রাজদরবারে উচ্চপদে আসীন হতেন। সামাজিকভাবেও তাদেরকে কখনো হেয় করা হতো না। ধর্মীয় রীতিনীতি পালনে তারা সম্পূর্ণ স্বাধীন ছিল। সুলতানি আমলে হিন্দুদের মাঝে শ্রেণিভেদ প্রথা প্রচলিত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়,
বৈশ্য ও শূদ্র শ্রেণি সমাজে বিভিন্ন পেশায় জড়িত ছিল। শ্রেণি অনুযায়ী তারা সমোজিক মর্যাদা ভোগ করতো।
২. মুসলমানদের অবস্থা : সুলতানি আমলে মুসলমানদের অবস্থা সবচেয়ে ভালো ছিল। সমাজে তাদের অনেক মর্যাদা ছিল। এরা ধর্মীয়ভাবে ঐব্যবদ্ধ ছিল। এ যুগে অনেক বহিরাগত মুসলমান এদেশে আসে। তুর্ক, আফগান, ইরাক, আরব এসে নিম্নবর্ণের হিন্দুদের ধর্মান্তরিত করে। এদেশের স্থানীয় মুসলিমগণ নিম্নবর্ণের হিন্দু থেকেই উৎপত্তি হয়েছে। এ যুগের মুসালমগণ সকলে একই রকম সামাজিক মর্যাদা ভোগ করতো না। শাসক অভিজাত মধ্যবিত্ত ও সাধারণ এই চারটি শ্রেণিতে মুসলিমদের সামাজিক মর্যাদা নির্ধারিত হতো।
৩. সুফিবাদের উদ্ভব ও বিকাশ : সুলতান আমলে বাংলায় সুফিবাদের উত্থান ঘটে। আরব ও পারস্য থেকে অনেক দরবেশ
এদেশে আসে। তারা এদেশে এসে বাংলার সাধারণ মানুষের মাঝে ইসলামে প্রচার ও প্রসার ঘটায়। সুফিবাদরে বিকাশের ফলে বাংলায় খুব দ্রুত ইসলামের প্রসার ঘটে।
৪. ভক্তি আন্দোলন : সুলতানি আমলে নিম্নবর্গের হিন্দুগণ ইসলাম গ্রহণ কররে হিন্দু ধর্মীয় কতিপয় লোক ভক্তি আন্দোলন শুরু করে । রামানুজ, রামানন্দ, কবির, নানক, শ্রীচৈতন্য প্ৰমুখ ভক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন। ভক্তিবাদ অনুসারে প্রেম ও অনুরাগই
ধর্মের মূলমন্ত্র । শ্রীচৈতন্য বাংলায় ভক্তিবাদের প্রসার ঘটান।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সুলতানি আমলে এদেশে বহু ধর্ম বিদ্যমান থাকলেও হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকলে সদ্ভাব বজায় রেখে চলে। ধীরে ধীরে মুসলিমরা অর্জন করলেও তারা অন্যান্য ধর্মীয়দের উপর নির্যাতন চালায়নি কৌলিণ্য প্রথা, সতীদাহ প্রথা এ যুগের হিন্দু সমাজকে কলুষিত করে । এ যুগে বাংলায় মুসলমানরা ছিল শাসক শ্রেণি ৷