সুলতানি যুগে বাংলার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও।

উত্তর : ভূমিকা : ভারতবর্ষের ইতিহাসে দিল্লির সুলতানি যুগের আর্থ-সামাজিক অবস্থা ছিল খুবই উন্নত এবং বিভিন্ন দিক থেকে
ছিল অত্যধিক গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে অনেক নিম্নবর্গের লোক নিজেদের মেধা ও যোগ্যতার দ্বারা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে
ক্ষমতা লাভ করতেন। দিল্লি সালতানাতের সময়ে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ছিল চোখে ধরার মতো। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে ইবনে বতুতা বাংলা সফর করেন। তিনি বাংলাকে ধন-সম্পদের পরিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।
→ সুলতানি আমলে অর্থনৈতিক অবস্থা : সুলতানি আমলের অর্থনৈতিক অবস্থা নিচে তুলে ধরা হলো-
১. কৃষি : সুলতানি যুগে অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। অনুকূল জলবায়ুর কারণে জমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হত।
কৃষকদের প্রধান ফসল ছিল ধান। এছাড়াও.তারা তিল, আদা, সরিষা,
পিয়াজ, রসুন, শসা, গম, ডাল ইত্যাদি ফসল উৎপন্ন করত।
২. শিল্প : সুলতানি যুগে কৃষির পাশাপাশি শিল্পের ও প্রসার ঘটতে থাকে। এযুগে কারিগরি ও শিল্পী শ্রেণির লোকেরা.বংশানুক্রমে নিজ পেশায় যুক্ত ছিলেন। সুলতানি যুগে শিল্পের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটতে থাকে। এ যুগে যেসব শিল্প.বিশেষ খ্যাতি ছড়িয়েছিল তার মধ্যে রেশম শিল্প ছিল অন্যতম।
৩. ব্যবসা-বাণিজ্য : সমুদ্র পথে বিভিন্ন দেশের সাথে বাংলার ব্যবসা বাণিজ্য চলত। বাংলায় যারা একটু সচ্ছল ছিল তারা জাহাজ তৈরি করত। জাহাজ দিয়ে বিদেশিদের সাথে
বাণিজ্য চালাত। বাংলা ধন-সম্পদে পরিপূর্ণ ছিল বলে এদেশ থেকে পণ্য সামগ্রী আমদানির চেয়ে রপ্তানি করা হতো বেশি 1
ফলে বাংলায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো।
৪. দ্রব্য সামগ্রী : সুলতানি আমলে বিত্তশালী লোকদের জন্য বিভিন্ন বিলাসবহুল দ্রব্য আমদানি করা হতো এবং কৃষিজাত দ্রব্য
ও বস্তুসামগ্রী রপ্তানি করা হতো। বাংলায় দ্রব্য সামগ্রীর দাম ছিল অত্যন্ত সস্তা। ইবনে বতুতা বলেন যে, বাংলার মত প্রচুর চাউল
এবং সস্তা খাদ্য সামগ্রী তিনি আর কোথাও দেখেন নি।
৫. গৃহপালিত পশু : সুলতানি আমলে পশুচারণের কোনো জমির অভাব ছিল না বলে লোকেরা বিভিন্ন পশু গৃহে লালন
পালন করতো। এসব পশুর মধ্যে অন্যতম ছিল গরু ও মহিষ। এছাড়াও তারা ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি লালন পালন করত।
এসব পশু থেকে তারা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী প্রস্তুত করত।
৬. মুদ্রা : সুলতানি যুগে মুদ্রা ছিল রুপার । এটাকে টঙ্কা বলা হতো অর্থাৎ সুলতানি যুগে টাকাকে টঙ্কা বলা হতো। সব ধরনের
বড় ব্যবসা বাণিজ্য চলত মুদ্রার বিনিময়ে আর ছোটখাট ব্যবসার ক্ষেত্রে বাড়ি ব্যবহার করা হতো।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সুলতানি যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সমাজে ছিল বিভিন্ন পেশাজীবীর লোক এবং অর্থনৈতিক দিক থেকে.ছিল সমৃদ্ধশালী । অর্থনৈতিক সমৃদ্ধি এ যুগের মানুষের জীবনে কল্যাণ.বয়ে এনেছিল । সর্বোপরি, সুলতানি যুগে সমাজে দাসদাসী, ধর্ম বৈষম্য থাকলেও হিন্দু-মুসলমান সম্পর্ক ছিল অত্যন্ত অটুট।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86/