সুলতানি আমলের শাসন প্রকৃতি কেমন ছিল?

উত্তর : ভূমিকা : মধ্যযুগের উল্লেখযোগ্য সময় হচ্ছে সুলতানি আমল। সুলতানগণ শাসনব্যবস্থা প্রণয়নের জন্য গুরুত্বপূর্ণ স্থান
দখল করে আছেন। এসময় সুলতানগণ শাসনব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে দিল্লি দরবারকে অনুসরণ করতেন। এজন্য দিল্লি ও প্রাদেশিক শাসননীতিসমূহ একই রকম ছিল এবং প্রজাসাধারণের জীবন ব্যবস্থাও একই রীতিতে প্রবাহিত হতো। দিল্লি শাসনব্যবস্থা অনেকটা ইসলামকেন্দ্রিক ছিল। আবার অনেক ঐতিহাসিক এ উক্তিটিকে মানতে নারাজ। সুলতানি আমলে বাংলার সুলতানদের শাসন প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলোঃ
শাসন প্রকৃতি : সুলতানি আমলে বাংলা তথা দিল্লির শাসন প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন, ‘দিল্লির শাসন ছিল ‘ধর্মতত্ত্ব’ বা ‘Theocracy’ আধুনিক ঐতিহাসিকদের মতে, ঐতিহাসিক আই.এইচ. কোরেশী বলেন, “দিল্লির সুলতানি শাসন ব্যবস্থা ধর্মাশ্রয়ী ছিল না।” তিনি আরও বলেন, “এ রাষ্ট্র ইসলামি পুরোহিতগণ দ্বারা শাসিত হতো না যা ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য।” শেষ কোরোশির এ মতের বিরোধিতা করেছেন অধিকাংশ পণ্ডিত। পণ্ডিতদের মতে, “দিল্লির সুলতানি শাসনব্যবস্থা উলেমাদের
দ্বারা পরিচালিত হতো।” এসময় দিল্লির সুলতানগণ ছিলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী । এজন্য অনেকে সুলতানি শাসনামলকে স্বৈরাচারী শাসনকাল বলে
অভিহিত করেছেন। সুলতানি আমলের শাসনব্যবস্থার মূলভক্তি ছিল সামরিক শক্তি। শাসনব্যবস্থার উৎস ছিল সুলতানগণ ।
সুলতানি যুগে শাসনব্যবস্থার বৈশিষ্ট্য : সুলতানি শাসনামলে শাসনব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিম্নে তুলে ধরা হলোঃ
১. ইসলামি আইনভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা; জব২: ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা;
৩. আব্বাসীয় শাসনব্যবস্থার অনুসারী হওয়া;
৪. কেন্দ্রীয় বা রাজধানী ও রাজপ্রাসাদভিত্তিক শাসনব্যবস্থা;
৫. দরবারি পার্লামেন্ট;
৬. সুলতানদের সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসেবে উপাধি গ্রহণ;
৭. সুলতানের সার্বভৌম ক্ষমতার কিছুটা সীমাবদ্ধতা।
উপসংহার : পরিশেষে একথা বলা যায় যে, সুলতানি আমলের শাসকগণ তাদের শাসনব্যবস্থা প্রণয়নের জন্য যথেষ্ট
সময়োপযোগী ছিলেন। এজন্যই সুষ্ঠু শাসনব্যবস্থা গড়ে উঠেছিল। এক্ষেত্রে সুলতানদের দক্ষতার প্রমাণ পাওয়া যায়।
শাসনব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শাসকগণ যথোপযুক্ত নিয়ম-কানুনগুলো গ্রহণ করেছিলেন। আবার রাষ্ট্রের ও রাষ্ট্রের
মানুষের সুবিধার জন্য অপ্রয়োজনীয়, ক্ষতিকর প্রথা বা রাষ্ট্র পরিচালনার আইনগুলো বাদ দেন। এভাবে একটি সুন্দর শাসনব্যবস্থা কায়েম করেন সুলতানি শাসকগণ।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86/