উত্তর : ভূমিকা : সুফিবাদ আল্লাহর প্রেম ও আল্লাহর ধ্যানের উপর প্রতিষ্ঠিত একটি বিশেষ অনুভূতি বা মনোভাব। সুফিবাদ এক প্রকার মরমিবাদ। মুতাযিলা সম্প্রদায়ের উগ্র বুদ্ধিবাদ আর রক্ষণশীলদের অন্ধ আনুষ্ঠানিকতার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে এ মতবাদের পথচলা শুরু হয়। পরমাত্মার দিদার লাভের উদ্দেশ্যে এ সাধনা করা হয় এটি একটি ধর্মীয় মতবাদ। নিয়ে সুফিবাদের সম্পর্কে লেখা হলো
সুফিবাদের সংজ্ঞা : সুফি শব্দটি আরবি শব্দ যার অর্থ দরবেশ। সত্যিকারের সুফিদের ধর্ম সম্পর্কে অগাধ জ্ঞান আছে এবং তারা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়।
সুফিবাদ সম্পর্কে উক্তি : সুফিবাদ সম্পর্কে বিভিন্ন মনীষী নানারূপ মন্তব্য করেছেন। যথা-
আল কুশাইরী বলেন, “বাহ্য ও অন্তর জীবনের বিশুদ্ধই সুফিবাদ”। জাকারিয়া আনসারীর মতে, “সুফিবাদ মানুষের আত্মার
বিশুদ্ধতার শিক্ষা দেয়।” আবু আলী ফিজালী বলেন, “সুফিবাদ মনোরম আচরণ ছাড়া অন্য কিছু নয়।”
কারো কারো মতে, “সুফিবাদ হচ্ছে পরমাত্মার সাথে জীবাত্মার মিলন।” সুতরাং মানুষের আত্মার পবিত্রতা অর্জন ও এর স্থায়ী শান্তি
অর্জন করাই সুফিবাদের মূল বিষয়বস্তু।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সুফিবাদ হচ্ছে এমন একটি আধ্যাত্মিক মরমিবাদ যাতে বাহ্যিক শুদ্ধতার পাশাপাশি অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জনের জন্য পাশবিক কামনা-বাসনা ও লালসায় নির্মূলার্থে অনাড়ম্বর ও নির্লোভ জীবনাচারের বিষয়ে সর্বশেষ গুরুত্বারোপ করা।
সুতরাং আমরা বলতে পারি যে, আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামে যে মরমি ভাবধারার উৎপত্তি হয়, তাই মরমিবাদ।