সাম্প্রদায়িকতা বলতে কী বুঝ?

অথবা, সাম্প্রদায়িকতা কী?
উত্তর৷ ভূমিকা :
যে কোনো শান্তিকামী দেশের জন্য সাম্প্রদায়িকতা অভিশাপস্বরূপ। সাম্প্রদায়িকতা একটি জাতি ও দেশের সুশৃঙ্খল সমাজব্যবস্থায় অশান্তির বীজ বপন করে। প্রাচীনকাল থেকে বাংলায় হিন্দু, মুসলিম সম্প্রদায় সৌহার্দের সাথে বসবাস করে আসছিল কিন্তু ব্রিটিশ সরকার ভারতে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং দীর্ঘমেয়াদি ঔপনিবেশিক শাসনব্যবস্থা কায়েম করতে সুকৌশলে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করে। হিন্দু সম্প্রদায়কে অধিক সুবিধা প্রদান করে ব্রিটিশরা। অপরদিকে মুসলিম সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখত ব্রিটিশ সরকার। এর ফলে মুসলমান সম্প্রদায় সর্বক্ষেত্রে বঞ্চিত হয় এবং পিছিয়ে পড়ে। বঞ্চনা থেকে শুরু হয় তিক্ততা, যার ফলশ্রুতিতে জন্ম নেয় সাম্প্রদায়িকতা।
সাম্প্রদায়িকতা : ব্রিটিশ সরকার ভারতে তাদের শাসনব্যবস্থা কায়েম করার লক্ষ্যে সুকৌশলে হিন্দু, মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করে। হিন্দু জমিদার সৃষ্টি, উচ্চতর পদগুলো হিন্দুদের দেওয়া, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে হিন্দুদেরকে অধিক অগ্রাধিকার ও প্রাধান্য দান করে ব্রিটিশ সরকার মুসলমানদেরকে হিন্দু বিদ্বেষী করে তোলে। মুসলমানদের প্রবোধ দেওয়ার জন্য ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করে, যা তারা ১৯১১ সালে রদ করে। এতে হিন্দু সম্প্রদায় মুসলমান বিদ্বেষী হয়ে ওঠে। ব্রিটিশ সরকারের এরূপ খেলায় ভারতে বহু হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। সুতরাং দেখা যাচ্ছে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের শাসন ক্ষমতাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্যে “ভাগ কর ও শাসন কর” নীতি বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে এ উপমহাদেশের দুটি বৃহৎ অথচ পৃথক ধর্মাবলম্বীর মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে শুরু করে। Wikipedia, the Free Encyclopedia “Communalism is a theory of government or a system of government in which independent communes participate in a federation and the principles and practice of communal ownership.” Oxford Advanced Learner’s Dictionary তে বলা হয়েছে :

  1. A political movement that believes in an economic system in which the state controls the means of producing everything on behalf of the people. It aims to create a society in which everyone is treated equally.
  2. Communism the system of government by a ruling communist
    party, former soviet union.
    ধর্মের নামে যখন ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধির জন্য কোনো ধর্মীয় সম্প্রদায় কাজ করে তখন তাকে সাম্প্রদায়িকতা বলা হয়। এরূপ সাম্প্রদায়িকতার দ্বারা পরিচালিত কোনো গোষ্ঠী তথা সম্প্রদায় ধর্মকে ধর্মান্ধতায় রূপান্তর করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নিজেদের প্রাধান্য, প্রতিপত্তি বিস্তারের কাজে আত্মনিয়োগ করে। তাই স্লোগান ওঠে এক ধর্ম, এক জাতি ও এক রাষ্ট্র প্রতিষ্ঠার। সাম্প্রদায়িকতা কথাটির বিভিন্ন অর্থ আছে। যেমন-
    ১, যারা সাম্প্রদায়িক তারা মনে করে যে, তারা যে ধর্মের অনুসারী সেই ধর্মের সকল লোকের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ এক ও অন্য সম্প্রদায় থেকে পৃথক। অন্য সম্প্রদায়ের স্বার্থের কথা না ভেবে তারা নিজ সম্প্রদায়ের স্বার্থের কথাই চিন্তা করে। এ সকল লোকেরা ধর্মীয় বিশ্বাসকেই সমাজ ও রাজনীতির ভিত্তি বলে মনে করে থাকে। তারা ভাষাগত, জাতিগত ব্যবধান অস্বীকার করে ধর্মীয় ভিত্তিকেই সম্প্রদায়ের মূল পাদপীঠ মনে করে।
    ২. যারা সাম্প্রদায়িক মতে বিশ্বাস করে তারা ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দেশের জনগণের ঐক্য স্থাপনকে সমর্থন করে না। তাদের মতে এক ধর্মীয় সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ অপর সম্প্রদায় থেকে
    এত পৃথক যে, উভয়ের মিলন হতে পারে না।
    ৩. সাম্প্রদায়িক দৃষ্টিযুক্ত লোকেরা এ মত প্রচার করে যে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের স্বার্থ পরস্পর বিরোধী। সুতরাং হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের স্বার্থ এক হতে পারে না।
    উপসংহার : পরিশেষে বলা যায় যে, সাম্প্রদায়িক মতবাদের বহুলোক ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক উদার, মনোভাবের লোক হলেও রাজনৈতিক বিশ্বাসের ক্ষেত্রে তারা নিজ সম্প্রদায়ের বাইরে যেতে পারেননি। যারা অন্ধ ও গোঁড়া তারা অন্য সম্প্রদায়ের প্রতি বিষোদাগার করেন অথবা অপমানজনক আচরণ করেন। তারা নিজ নিজ ধর্মের নামে
    সাম্প্রদায়িক সংস্কৃতি যথা : মুসলিম সংস্কৃতি অথবা হিন্দু সংস্কৃতির কথা বলেন। তারা অপর সম্প্রদায় সম্পর্কে সর্বদা যুদ্ধাংদেহী মনোভাব দেখান এবং নিজ ধর্ম বিপন্ন হওয়ার জিগির তোলেন। ইউরোপে প্রটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে ৩০ বছরের যুদ্ধ ছিল একটি উগ্রধর্মঘটিত সাম্প্রদায়িক যুদ্ধ।