সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর মধ্যে পার্থক্য নির্ণয় কর।

অথবা, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর মধ্যে বৈসাদৃশ্যসমূহ লেখ।
উত্তর৷ ভূমিকা :
মানবসমাজের ইতিহাসে একটি ঐতিহাসিক বাস্তবতা হলো Social Stratification Social Stratification সে প্রাচীনকাল থেকে আসতে আসতে আজকের এ সভ্যসমাজে এসেছে। তবে এ স্তরায়নের কোন শেষ নেই। অতীতে এটি হতো, বর্তমানে হয় এবং ভবিষ্যতেও হতে থাকবে। আর সমাজজীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য মানুষ একদিকে যেমন পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছে তেমনি অন্যদিকে Relationship কে Group পর্যায়ে ভাগ করতে গিয়ে সৃষ্টি হয়েছে উঁচুনিচু, ভেদাভেদ, যা থেকে সৃষ্টি হয় Social Inequality Social Inequality-এর সামাজিক রূপ হচ্ছে Social Stratification

সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর পার্থক্য : সামাজিক কাঠামো ও সামাজিক স্তরবিন্যাস সমাজবিজ্ঞানের দুটি মৌল প্রত্যয়। সামাজিক কাঠামোর মধ্যে সামাজিক স্তরবিন্যাস অন্তর্নিহিত। সামাজিক কাঠামো ও সামাজিক স্তরবিন্যাসের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। নিম্নে সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর পার্থক্যগুলো আলোচনা করা হলো :
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর মধ্যে উপর্যুক্ত পার্থক্য থাকা সত্ত্বেও একটির সাথে অন্যটি পারস্পরিক সম্পর্ক জড়িত। সামাজিক স্তরবিন্যাসের মাধ্যমেই সামাজিক কাঠামোকে বুঝা যায়। আবার সমাজ কাঠামো পরিবর্তনের সাথে সাথে সামাজিক স্তরবিন্যাসের পরিবর্তন ঘটে। তাছাড়া সমাজের মধ্যে শ্রেণি বা স্তর যা আভিজাত্য, যশ ও ক্ষমতার দ্বারা প্রতিষ্ঠিত তা সর্বজনীন সামাজিক কাঠামোতে পরিলক্ষিত হয় । সুতরাং সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক কাঠামোর মধ্য দিয়েই সমাজের প্রকৃত রূপ মূর্ত হয়ে উঠে।

https://topsuggestionbd.com/%e0%a6%b7%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/