উত্তর ঃ ভূমিকা ঃ নীতি বিশ্লেষণ বলতে এমন কার্যক্রমকে বুঝায় যা সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পর্যায়সমূহ বর্ণনা করে, নীতি বিশ্লেষণ একটি গবেষণালব্ধ বিষয়। নীতি বিশ্লেষণের মাধ্যমে সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া গ্রহণ করা হয়। নীতি বিশ্লেষণ করে মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এই নীতি বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন সমাজে বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয়।→ সামাজিক নীতি বিশ্লেষণে সমাজকর্মীর ভূমিকা ঃ সামাজিক নীতি বিশ্লেষণে সমাজ সেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরও সমাজকর্মের ভূমিকা অনেক বেশি। নিম্নে সামাজিক নীতি বিশ্লেষণে সমাজকর্মীর ভূমিকা তুলে ধরা হলো ঃ
১. সাহায্যকারী হিসেবে ঃ সামাজিক নীতি বিশ্লেষণে সাহায্যকারী হিসেবে কাজ করে সমাজকর্মী। সমাজকর্মীকে নীতিকে বিশ্লেষণের সকলের কাছে অধিকতর গ্রহণযোগ্য করে তোলেন। সামাজিক নীতি জনগণের কল্যাণে প্রণীত হয়।
২. নীতির পরিবর্তন ঃ অনেক সময় নীতি পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়, ফলে নীতি বিশ্লেষণ করতে হয় সমাজকর্মী নীতি বিশ্লেষণ করে নীতির বাস্তবসম্মত পরিবর্তন আনয়ন করেন।
৩. জ্ঞান ও দক্ষতার প্রয়োগ : সমাজকর্মী নীতি বিশ্লেষণ করতে গিয়ে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার প্রয়োগ করে থাকেন। সমাজকর্মের জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে সমাজকর্মী নীতি বিশ্লেষণ মাধ্যমে নীতিকে যুগোপযোগী করে তোলেন।
৪. অংশগ্রহণকারী হিসেবে ঃ সরকার কর্তৃক সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে। কিন্তু জনগণের অংশগ্রহণ ব্যতীত নীতি বাস্তবায়নের সফলতা আসে না। এক্ষেত্রে সমাজকর্মী নীতি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেন।
৫. তথ্য ও উপাত্ত সংগ্রহ ও সামাজিক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্তের প্রয়োজন হয়। সমাজকর্মী নীতি প্রণয়নের পূর্বে তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে ভূমিকা পালন করেন। এই তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে গিয়ে নীতি বিশ্লেষণ করতে হয়।
৬. গতিশীলতার রূপ ঃ সামাজিক নীতি প্রণয়নের জন্য যদি সঠিক বিশ্লেষণ হয়, তাহলে নীতি বাস্তবায়নে গতিশীলতার সৃষ্টি হয় । সমাজকর্মী নীতি বিশ্লেষণ করে নীতিকে গতিশীল রাখেন।
৭. সমস্যা বিশ্লেষণ ঃ সামাজিক সমস্যার প্রেক্ষিতে সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে। সমাজকর্মী সামাজিক সমস্যাসমূহ বিশ্লেষণ করে নীতি প্রণয়নের সহায়তা করেন। সমাজকর্মী সামাজিক নীতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহায়তা করে থাকেন।
৮. বাস্তবায়নে ঃ নীতি বাস্তবায়নে সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজকর্মী বাস্তবায়ন পর্যায়ে নীতি বিশ্লেষণ করে নীতিকে বাস্তবায়িত করতে সহায়তা করেন।
৯. মূল্যায়নে ঃ নীতি বাস্তবায়নের পর তা মূল্যায়ন করা হয়। মূল্যায়নের মাধ্যমে নীতি সফলতা ব্যর্থতা ফুটে ওঠে। নীতি মূল্যায়ন করতে গিয়ে সমাজকর্মী নীতি বিশ্লেষণ করে থাকেন। এক্ষেত্রে সমাজকর্মী মুখ্য ও গৌণ উভয় ভূমিকা পালন করে থাকেন।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, একজন সমাজকর্মী একাধারে একজন সংগঠক জনমত গঠনকারী, একজন বিশেষজ্ঞ এবং একজন গবেষক, অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে একজন সমাজকর্মী অনুভূত প্রয়োজন থেকে শুরু করে চূড়ান্ত নীতি প্রণয়ন পর্যন্ত প্রতিটি স্তরের কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে নীতিকে বাস্তব ও সময় উপযোগী করে তুলতে
পারেন। সামাজিক নীতি প্রণয়ন বিশ্লেষণ ও বাস্তবায়ন সকল পর্যায়ে সমাজকর্মীর দক্ষতা ও সফলতার পরিচয় প্রদান করতে হয়। সমাজকর্মীর দক্ষতার উপর সামাজিক নীতি বিশ্লেষণ পদ্ধতি নির্ভর করে।