উত্তর : ভূমিকা ঃ সামাজিক নীতি প্রণয়ন করা হয়, সামাজিক উদ্দেশ্য নির্দিষ্টকরণ এবং সেই উদ্দেশ্য অর্জনের পর্যাপ্ত সম্পদ সংগ্রহ ও তার বিনিয়োগের প্রকৃতি বা ধরন নির্ধারণের জন্য।
→ সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ার ঃ সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যেসব বিষয় বা হাতিয়ার খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিম্নে তুলে ধরবো ঃ
১. রাষ্ট্রীয় সংবিধান ঃ রাষ্ট্রের সকল নীতি, পরিকল্পনা, কর্মসূচি সংবিধান অনুযায়ী করা হয়। দেশের সংবিধানের উপর সামাজিক নীতি নির্ভরশীল। সামাজিক নীতি সম্পর্কিত দিক নির্দেশনা দেয়া হয়ে সংবিধানে।
২. সামাজিক আইন ঃ সামাজিক নীতি বাস্তবায়নে সামাজিক আইন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন- নারী উন্নয়নের জন্য নারী নীতি সম্পর্কে জানতে হলে নারী আইনগুলো অধ্যয়ন করতে হবে।
৩. জাতীয় পরিকল্পনা ঃ সামাজিক নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সকল কর্মসূচি জাতীয় পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হয়। সামাজিক নীতি জাতীয় পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হয়। সামাজিক নীতি সম্পর্কে জ্ঞানলাভ করতে হলে জাতীয় পরিকল্পনার বিশ্লেষণ অপরিহার্য।
৪. সামাজিক প্রশাসন ও সামাজিক নীতিকে সমাজসেবায় পরিণত করাই হলো সামাজিক প্রশাসন। সামাজিক প্রশাসনের মাধ্যমেই নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
৫. সমাজকল্যাণমূলক কর্মসূচি : সমাজকল্যাণমূলক কর্মসূচি সামাজিক নীতির আলোকে বাস্তবায়িত হয়ে থাকে। সমাজকল্যাণমূলক কর্মসূচি সরকারি ও বেসরকারি উদ্যোগে গ্রহণ করা হয়ে থাকে। তাই সমাজকল্যাণমূলক কর্মসূচিকে
সামাজিক নীতির অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, সামাজিক নীতি সমাজস্থ মানুষের অনুভূত প্রয়োজনের ভিত্তিতে তাদের কল্যাণে
সরকার কর্তৃক গৃহীত হয়। সমাজের সাথে সংশ্লিষ্ট এসব নীতিগুলো সমাজের প্রথা ও মূল্যবোধের প্রেক্ষিতে প্রণীত হয়ে থাকে