উত্তর ঃ ভূমিকা ঃ নীতি তৈরির সময় সরকারি প্রতিষ্ঠানকে স্বার্থকেন্দ্রিক দলের স্বাধীনতার দিকটি দেখতে হয়। আর
এরূপ স্বাধীনতার মধ্যে নীতি তৈরি বা গ্রহণ হয়। স্বার্থদলগুলো সরকার ও রাজনৈতিক গোষ্ঠীর ওপর প্রভাব বিস্তার করে থাকে। is
→ সামাজিক নীতির দল মডেল : স্বার্থদলগুলো এ ধরনের প্রভাব সামাজিক কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে।
সরকার ও স্বার্থকেন্দ্রিক দলের মধ্যকার ক্ষমতার পারস্পরিক ভারসাম্যতায় নীতি প্রণীত হয়ে থাকে। ফলে তা আদর্শ নীতি হিসেবে বিবেচিত হয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠান স্বার্থ দলের সাথে ভারসাম্য বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। স্বার্থ কেন্দ্রিক দল মডেলের মাধ্যমে সমাজ কল্যাণ অনেকটা সমাজে বাস্তবরূপ গ্রহণ করতে পারে।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, সামাজিক নীতির দল মডেল নীতি তৈরির জন্য সমাজ সেবা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক নীতির দল মডেল ধারণাটি পুরাতন নয়। এ ধারণাটি প্রয়োগ করলে সমাজ এগিয়ে যাবে আরো অনেক দূর।