সামাজিক দল বলতে কী বুঝায়?

অথবা, সামাজিক দলের সংজ্ঞা দাও ।
অথবা, সামাজিক দল কী?
অথবা, সামাজিক দল কাকে বলে?
অথবা, সামাজিক দলের ব্যাখ্যা দাও।
উত্তর৷ ভূমিকা : সমাজ হলো ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক দল দ্বারা গঠিত একটি বৃহত্তম সামাজিক সংগঠন। সমাজের প্রকৃতি ও স্বরূপ এবং ব্যক্তির সামাজিক জীবন সম্পর্কে সম্যক জ্ঞানার্জন করতে হলে সামাজিক দলের বিশ্লেষণ একান্ত প্রয়োজন। কারণ সমাজে প্রত্যেক ব্যক্তির সার্বিক কার্যাবলি সামাজিক দলের মধ্যেই সম্পাদিত হয়। ব্যক্তিমানুষের সামগ্রিক কার্যক্রমে দলীয় জীবনের অপরিসীম প্রভাব বিদ্যমান। মূলত দলীয় জীবনই ব্যক্তিমানুষের সামাজিক জীবে পরিণত করে। এজন্য সামাজিক দল সমাজকর্মের অতি গুরুত্বপূর্ণ বিষয়।
সামাজিক দল : একটি বৃহত্তর সামাজিক সংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র একক হলো সামাজিক দল, যা দুই বা ততোধিক লোকের সমষ্টি। অন্যভাবে বলা যায়, সামাজিক দল বলতে এমন কতকগুলো লোকের সমষ্টিকে বুঝায় যারা কোন সাধারণ উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পারস্পরিক মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়; কতকগুলো বিধিবিধানের অধীনে নিজেদেরকে আবদ্ধ করে এবং দলীয় লক্ষ্যার্জনে সচেষ্ট হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক দল সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হলো :
সমাজবিজ্ঞানী জিসবার্ট (Gisbert) এর মতে, সামাজিক দল হলো ব্যক্তিবর্গের সমষ্টি, যারা স্বীকৃত সাংগঠনিক কাঠামোর অধীনে পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ায় নিয়োজিত থাকে। “Social group is a collection of individuals interacting on each other under a recognizable structure.”
সমাজবিজ্ঞানী অধ্যাপক ম্যাকাইভার (MacIver) এবং পেজ (Page) এর মতে, “By a group we mean any collection of social being who enter into distinctive social relationships with one another. A
group, then as we understand it members. Mons
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, সামাজিক দল বলতে কতকগুলো লোকের সমষ্টিকে বুঝায়, যারা কোন সাধারণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সংঘবদ্ধ হয়, নিজেদেরকে অন্যান্যদের থেকে আলাদা সত্তার অধিকারী মনে করে এবং নিজেদের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য একটি মনস্তাত্ত্বিক ঐক্য ও আচরণবিধি তৈরি করে।