সামাজিক জরিপ পদ্ধতি কাকে বলে?

অথবা, সামাজিক জরিপ পদ্ধতি কি?
অথবা, সামাজিক জরিপ পদ্ধতির সংজ্ঞা দাও?
অথবা, সামাজিক জরিপ পদ্ধতি বলতে কী বুঝ?
উত্তর৷ ভূমিকা : “A comprehensive collection of data and information about people living in a specific area or administrative unit.”
সামাজিক উন্নয়ন ও প্রগতির ক্ষেত্রে সামাজিক জরিপ (Social survey) একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, যার মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণ প্রক্রিয়া নিশ্চিত হয় এবং সুষ্ঠু কর্মপদ্ধতি রচিত হয়। সমাজসেবামূলক কার্যাবলি, কর্মসূচি প্রণয়ন, কর্মসূচি গ্রহণের জন্য উৎসাহ প্রদান, সমন্বয় সাধন প্রভৃতির জন্য এ পদ্ধতি অত্যন্ত কার্যকরী।
সামাজিক জরিপ : সাধারণ কথায় বলা যায় যে, কোন সামাজিক কার্যাবলি সম্বন্ধীয় অনুসন্ধানই হল সামাজিক জরিপ (Social survey)। কিন্তু বর্তমানে সামাজিক জরিপকে ব্যাপকার্থে ব্যবহার করা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষীগণ সামাজিক জরিপ সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের সর্বাধিক গ্রহণযোগ্য কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হল :
বিদ্যাধর অগ্নিহোত্রী বলেছেন, “Social survey is broadly defined as comprehensive fact finding into
numerous aspects of problems concerning social behavior and social organization.” Chapman এর মতে, “সামাজিক জরিপ হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক, সাংস্কৃতিক অথবা প্রশাসনিক এলাকায় বসবাসকারীর জন্য গোষ্ঠীর বিধিবদ্ধ ঘটনাসমূহের তথ্য সংগ্রহ করা।”
সামাজিক জরিপের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন Louise H. Kidder এবং Charls M. Judd (1986). তাঁদের মতে, “Research that uses such pre experimental designs to gather data about the distribution of variables and the relationship among variables is known as survey research.” সুতরাং বলা যায় যে, সামাজিক জরিপ হচ্ছে গবেষণার কোন এক পর্যায়ে সাক্ষাৎকার গ্রহণ ও সুনির্দিষ্ট করে তথ্য সংগ্রহ করার একটি সুপরিকল্পিত পন্থা।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক জরিপ হল সামাজিক গবেষণা কাজে · ব্যবহৃত একটি তথ্য সংগ্রহের একটি উত্তম ও কার্যকরী পদ্ধতি। এ পদ্ধতির সাহায্যে বাস্তবতার নিরিখে এবং মানুষের প্রকৃত অবস্থার আলোকে তথ্য সংগৃহীত হয়। আর কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমানে এ পদ্ধতি অত্যন্ত গুরুত্বের দাবিদার। তবে এ সীমাবদ্ধতাগুলো দূর করতে পারলে এর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।