অথবা, সামাজিক গবেষণা কাকে বলে?
অথবা, সামাজিক গবেষণা কী?
অথবা, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও।
অথবা, সামাজিক গবেষণার বিষয়টি কী?
উত্তর৷ ভূমিকা : সামাজিক বিজ্ঞানের মূল আলোচ্যবিষয় মানুষ ও তার আচরণ। ভিন্ন ভিন্ন সামাজিক বিজ্ঞান নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এসব বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা পরিচালনা করে। সামাজিক বিজ্ঞানসমূহে বিভিন্ন সামাজিক সমস্যা বা সামাজিক প্রপঞ্চের প্রকৃতি উদঘাটনের জন্য যেসব গবেষণা পরিচালনা করা হয়, তাকে সামাজিক গবেষণা বলে। সামাজিক গবেষণার মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ের সমস্যা নির্ধারণ ও সমাধানের পথে অগ্রসর হওয়া সম্ভব।
সামাজিক গবেষণা (Social research) : সামাজিক গবেষণা হলো সামাজিক ঘটনাবলি, আচরণ বা সমস্যা সম্বন্ধে প্রণালীবদ্ধ ও যুক্তিনিষ্ঠ পদ্ধতিতে অনুসন্ধান করা। অন্যভাবে বলা যায়, সামাজিক গবেষণা হচ্ছে সামাজিক জীবন সম্বন্ধে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ধারণা ও তত্ত্ব গঠন করার একটি সুসংবদ্ধ পদ্ধতি। যার উদ্দেশ্য হলো জ্ঞানভাণ্ডারের সমৃদ্ধি
সাধন এবং তার প্রতিপালন করা। বর্তমানে সামাজিক গবেষণাকে সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণাও বলা হয়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, তাত্ত্বিক, গবেষক বিভিন্নভাবে সামাজিক গবেষণার সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকজন সমাজবিজ্ঞানীর প্রদত্ত সংজ্ঞা উল্লেখ করা হলো :
ব্লাক এবং চাম্পিয়ান (Black and Champion) বলেছেন, “বৈজ্ঞানিক গবেষণার মূল উপাদান হচ্ছে অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণের সাহায্যে তথ্য প্রাপ্তি, যা বিভিন্ন চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার লক্ষ্যে যৌক্তিকভাবে সম্পর্কযুক্ত প্রস্তাবনাসমূহের সুশৃঙ্খল উন্নয়নের জন্য ব্যবহার করা যেতে পারে।” উইলসন এবং বানডারকার (Willson and Bhandarkar) বলেছেন, “সাধারণভাবে সামাজিক গবেষণা সমাজের ঘটনা ও সমাজজীবন সম্বন্ধীয় ধারাবাহিক জ্ঞানের পরীক্ষা, পরিবর্তন ও পরিবর্তনের লক্ষ্যে সামাজিক মানবীয় ঘটনার উচ্চমাত্রার সাধারণ কারণে কার্য পরিচালনা (উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ), পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সংশ্লেষণের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রয়োগ ছাড়া আর কিছুই নয়।”
কেনেথ ডি. বেইলি (Kenneth D. Bailey) বলেছেন, “সামাজিক গবেষণা তথ্যসংগ্রহের সাথে সংশ্লিষ্ট, যা সমাজের বিভিন্ন উপাদান সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে।”
আর্ল আর. বাফিক (Earl R. Baffic) বলেছেন, “একটি অনুসন্ধান পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণা হলো আমাদের চারপাশের জগৎ সম্পর্কে জানার পদ্ধতি।” (As a method of inquiry, a way of learning and
knowing things about the world around us.)
উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, সমাজের বিভিন্ন সমস্যাকে বিজ্ঞানসম্মতভাবে নির্দিষ্টকরণ, সামাজিক প্রপঞ্চসমূহের মধ্যকার সম্পর্ক নির্ধারণ, নতুন তথ্য উদঘাটন ও পুরানো তথ্যের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া।