সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।

অথবা, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের আন্তঃসম্পর্ক আলোচনা কর।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের সামঞ্জস্য আলোচনা কর।
অথবা, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের ইতিবাচক সম্পর্ক আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : সমষ্টি সমাজকর্ম সমাজকর্মের একটি অন্যতম মৌলিক পদ্ধতি। এ পদ্ধতি প্রয়োগের সময় সামাজিক কার্যক্রমের গুরুত্ব অত্যন্ত জরুরি।
সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের সম্পর্ক : নিম্নে সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের সম্পর্ক তুলে ধরা হলো :
১. জ্ঞানের অপরিহার্যতা : সমষ্টির লক্ষ্যার্জন, পরিকল্পনা বাস্তবায়ন, মূল্যায়ন প্রভৃতি ক্ষেত্রে সামাজিক কার্যক্রমের জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হয়। এক্ষেত্রে সামাজিক কার্যক্রমের জ্ঞান সমষ্টির উন্নয়নকে ত্বরান্বিত করে। ফলে সামাজিক.কার্যক্রমের জ্ঞান ও দক্ষতার উপর সমষ্টির উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল।
২. একই লক্ষ্য ও উদ্দেশ্য : সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্ম উভয়েরই লক্ষ্য ও উদ্দেশ্য প্রায় অভিন্ন। এজন্য তথ্য সংগ্রহ, পরিকল্পনা, কর্মসূচি, বাস্তবায়ন কৌশল প্রভৃতি ক্ষেত্রে উভয়ে একই লক্ষ্য নিয়ে কাজ করে থাকে। অর্থাৎ লক্ষ্যগত দিক থেকে উভয়েই সামাজিক সমস্যা সমাধানে তৎপর থাকে।
৩. কুসংস্কার দূরীকরণে সহায়তা : সমাজে বিদ্যমান কুসংস্কার ও অনভিপ্রেত অবস্থা দূর করার জন্য সমষ্টি সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম উভয়েই প্রচেষ্টা চালায়। এজন্য নতুন আইন প্রণয়নেরও প্রয়োজন হয়। এক্ষেত্রে সমষ্টি সমাজকর্ম সামাজিক কার্যক্রমের সহায়তা নিয়ে থাকে।
৪. ব্যক্তি, দল ও সমাজের কল্যাণ : সমাজকর্মে ব্যক্তি, দল ও সমাজের কল্যাণে সমষ্টি সমাজকর্ম ও সামাজিক উভয়েরই প্রয়োজন হয়। সমাজস্থ সকলের কল্যাণে উভয় পদ্ধতিরই গুরুত্ব অত্যধিক।
৫. নেতৃত্বের বিকাশ : সমষ্টি সমাজকর্মে সমষ্টির সমস্যা সমাধানে নেতৃত্বের বিকাশ অত্যাবশ্যক। সামাজিক কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্যও সঠিক ও দক্ষ নেতৃত্ব অপরিহার্য। তাই উভয় পদ্ধতিতেই নেতৃত্বের বিকাশ
অত্যন্ত জরুরি।
৬. সকল দিকে সমান গুরুত্ব প্রদান : মানুষের সকল দিক অর্থাৎ শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকের প্রতি সমান গুরুত্ব প্রদান করে থাকে। উভয় পদ্ধতিই মানুষকে সার্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করে।
উপসংহার : তাই বলা যায়, সামাজিক কার্যক্রম ও সমষ্টি সমাজকর্মের মধ্যে সুসম্পর্ক রয়েছে। উভয়ের সমাজস্থ সকল মানুষকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে।