সামাজিক কার্যক্রমের ৫টি গুরুত আলোচনা কর।

অথবা, সামাজিক কার্যক্রমের ৫টি প্রয়োজনীয়তা আলোচনা কর ।
অথবা, সামাজিক কার্যক্রমের ৫টি প্রভাব বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের ৫টি তাৎপর্যতা আলোচনা কর ।
উত্তর৷ ভূমিকা : সমাজকর্মের একটি অন্যতম সহায়ক পদ্ধতি হচ্ছে সামাজিক কার্যক্রম। সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর সফল বাস্তবায়নে সামাজিক পদ্ধতির গুরুত্ব অপরিসীম। সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নের লক্ষ্যে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সামাজিক কার্যক্রম অতুলনীয় ভূমিকা পালন করে।
সামাজিক কার্যক্রমের গুরুত্ব : সামাজিক কার্যক্রমের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো :
eres
১. জনগণের অংশগ্রহণ : সামাজিক কার্যক্রম সংগঠিত দলীয় প্রচেষ্টায় কর্মসূচির প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে অবহিত করে তাদের মাঝে সমর্থনমূলক মনোভাব সৃষ্টির মাধ্যমে কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা করে থাকে।
২. সামাজিক গতিশীলতা সৃষ্টি : সামাজিক উন্নতি ও অগ্রগতি অর্জনের জন্য সমাজজীবনে গতিশীলতা সৃষ্টি করা অপরিহার্য। সামাজিক কার্যক্রম জনগণের অজ্ঞতা, কুসংস্কার এবং রক্ষণশীল মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনয়নের মাধ্যমে সমাজজীবনে গতিশীলতা সৃষ্টি করে থাকে।
৩. প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি : সামাজিক কার্যক্রম সংগঠিত দলীয় কার্যক্রমের মাধ্যমে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলে একদিকে যেমন বাঞ্ছিত পরিবর্তন এনে থাকে অন্যদিকে তেমনি পরিবর্তন টিকিয়ে রাখার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো বা আইন প্রণয়নের সুযোগ সৃষ্টি করে।
৪. সামাজিক নীতি প্রণয়নে সহায়তা : সুনির্দিষ্ট নীতি ছাড়া কখনো সামাজিক উন্নতি, অগ্রগতি ও কল্যাণ সাধন করা সম্ভব নয়। সামাজিক কার্যক্রম সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় নীতি প্রণয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষকে প্রভাবিত করে থাকে।
৫. নীতি ও আইনের সংশোধন : সমাজ পরিবর্তনের সাথে সামঞ্জস্য রক্ষার জন্য প্রচলিত সামাজিক নীতি ও আইনের পরিবর্তন ও সংশোধন করা আবশ্যক। সামাজিক কার্যক্রম এসব ক্ষেত্রে পরিবর্তন ও সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে।
উপসংহার : উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, সমাজজীবনের উন্নতি ও অগ্রগতি সাধন, বাঞ্ছিত পরিবর্তন ও সমাজসংস্কার সাধন তথা আধুনিক সমাজকল্যাণের লক্ষ্য অর্জনের জন্য সামাজিক কার্যক্রমের অপরিসীম গুরুত্ব রয়েছে। পরিশেষে Social Work Year Book এর মন্তব্য প্রণিধানযোগ্য। এতে বলা হয়েছে, যেসব সামাজিক প্রতিষ্ঠান ও নীতির সমন্বয়ে আমাদের সামাজিক পরিবেশ গঠিত, সে পরিবেশের গঠন বা পরকল্পিত পরিবর্তন সাধনের সুসংগঠিত প্রচেষ্টা হচ্ছে সামাজিক কার্যক্রম।