Download Our App

সামাজিক কার্যক্রমের সহযোগিতামূলক কৌশল কী কী?

অথবা, সামাজিক কার্যক্রমের সহযোগিতামূলক পদ্ধতিসমূহ কী কী?
অথবা, সামাজিক কার্যক্রমের সহযোগিতামূলক কাঠামোগুলো বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের সহযোগিতামূলক অ্যাপ্রোচগুলো আলোচনা কর।ভীতি চশমার
উত্তর৷ ভূমিকা : সামাজিক কার্যক্রম সমাজের সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাপক সামাজিক পরিবর্তন আনয়নে প্রত্যাশী। সমাজের সার্বিক কল্যাণ এর মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সামাজিক কার্যক্রম কতিপয় কৌশল ও পদ্ধতি অবলম্বন কৌশল ও পদ্ধ
করে থাকে। এ প্রসঙ্গে H. Y. Siddiqui বলেছেন, “Strategy is the adoption of one of the several coherent
sets of possible actions to achieve a specific goal.” অর্থাৎ, কোন বিশেষ লক্ষ্য অর্জনের জন্য সম্ভাব্য কর্মোপযোগী একগুচ্ছ সামঞ্জস্যপূর্ণ উপায়ের যে কোনটি গ্রহণই কৌশল। তবে প্রয়োজনে একাধিক কৌশল গ্রহণেরও দরকার হয়।
সামাজিক কার্যক্রমের সহযোগিতামূলক কৌশল বা পদ্ধতি : সামাজিক কার্যক্রম প্রয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে সহযোগিতা। এক্ষেত্রে সামাজিক কার্যক্রমের কর্মীরা স্থানীয় সংস্থা, আইন প্রণেতা ও অন্যান্য
প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে কাজ করতে থাকে। এর মূল লক্ষ্য হলো মূল্যবোধ ও সমজাতীয়তার ভিত্তিতে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। কেননা স্বার্থগত ঐকমত্য না থাকলে কেউই ক্ষমতার ছাড় দিতে চায় না। এর ফলে সামাজিক নীতির উন্নয়ন সাধিত হয়।
এ প্রসঙ্গে ড. দেশাই বলেছেন, “সহযোগিতা কৌশল অনুসরণ করে শিক্ষা, উদ্বুদ্ধকরণ, প্রদর্শনী ও পরীক্ষণের সাহায্যে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের উপায় খোঁজা সহজ হয়।” :
উপসংহার : নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন করা সামাজিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ পদ্ধতি। সামাজিক সমস্যা সমাধানে জনমত সৃষ্টির মাধ্যমে আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করা হয়। এ ধরনের কৌশলের অংশ
হিসেবে সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদান প্রভৃতির আয়োজন করা হয়। নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধনের ফলে সামাজিক কার্যক্রম ফলপ্রসূ হয়। ildog isnofuesubs bec nouriotal Po