সামাজিক কার্যক্রমের শিক্ষামূলক কৌশল (Educational strategy) বা পদ্ধতি কী?

অথবা, সামাজিক কার্যক্রমের শিক্ষামূলক পদ্ধতি বর্ণনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের শিক্ষামূলক পদ্ধতি আলোচনা কর।
অথবা, সামাজিক কার্যক্রমের শিক্ষামূলক পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তরা৷ ভূমিকা : সামাজিক কার্যক্রম সমাজের সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাপক সামাজিক পরিবর্তন আনয়নে প্রত্যাশী। সমাজের সার্বিক কল্যাণ এর মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সামাজিক কার্যক্রম কতিপয় কৌশল ও পদ্ধতি অবলম্বন
করে থাকে । এ প্রসঙ্গে II. Y. Siddiqui বলেছেন, “Strategy is the adoption of one of the several coherent sets if possible actions to achieve a specific goal.” অর্থাৎ, কোন বিশেষ লক্ষ্য অর্জনের জন্য সম্ভাব্য কর্মোপযোগী একগুচ্ছ সামঞ্জস্যপূর্ণ উপায়ের যে কোনটি গ্রহণই কৌশল। তবে প্রয়োজনে একাধিক কৌশল গ্রহণেরও দরকার হয়।
নিত শিক্ষামূলক কৌশল (Educational strategy) : শিক্ষামূলক কৌশল সামাজিক কার্যক্রমের একটি অন্যতম কৌশল হিসেবে স্বীকৃত। ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত পর্যায়ে এ ধরনের কৌশল দ্বারা শিক্ষাদান করা হয়। এ জাতীয় শিক্ষা দু’ধরনের হতে পারে। যথা- ক. বয়স্ক শিক্ষা এবং খ. প্রদর্শনমূলক শিক্ষা ।
ক. বয়স্ক শিক্ষা : শিক্ষামূলক কৌশলের একটি অংশ হলো বয়স্ক শিক্ষা। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়। এ পর্যায়ে বয়স্করা এ কার্যক্রমে অংশগ্রহণ করে। এর ফলে সামাজিক কার্যক্রমের লক্ষ্য অর্জিত হয়। এটি ব্যক্তিগত, দলগত ও সমষ্টিগত পর্যায়ে সম্পন্ন হয়।
খ. প্রদর্শনমূলক শিক্ষা : এ পর্যায়ে সামাজিক কার্যক্রমের বিষয়বস্তু প্রদর্শনের মাধ্যমে ইতিবাচক জনসমর্থন আদায় করা হয়। এর ফলে জনসমর্থন বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, উদ্বুদ্ধকরণ প্রভৃতি সম্পন্ন হয়ে থাকে ।
উপসংহার : নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইনের সংশোধন করা সামাজিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ পদ্ধতি । সামাজিক সমস্যা সমাধানে জনমত সৃষ্টির মাধ্যমে আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করা হয়। এ ধরনের কৌশলের অংশ

  • হিসেবে সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদান প্রভৃতির আয়োজন করা হয়। নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধনের
    ফলে সামাজিক কার্যক্রম ফলপ্রসূ হয়।