অথবা, সামাজিক কার্যক্রমের সমস্যাসমূহ কী কী?
অথবা, সামাজিক কার্যক্রমের অন্তরায়গুলো উল্লেখ কর।
অথবা, সামাজিক কার্যক্রমের সীমাবদ্ধতা উল্লেখ কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের মাধ্যমে সমাজের উন্নয়ন তরান্বিত হয়। এর ফলে সামাজিক সমস্যাদিকে প্রতিরোধ করা যায়। এজন্য সামাজিক কার্যক্রমের কর্মীরা এর দিকনির্দেশনা ও গতিপ্রকৃতি নির্ধারণ করে থাকে। সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন হয়। কিন্তু এ পদ্ধতিতে লক্ষ্য অর্জন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতা, বাধা ও সমস্যার সম্মুখীন হতে হয়।.
সামাজিক কার্যক্রমের প্রতিবন্ধকতাসমূহ : সামাজিক কার্যক্রম বাস্তবায়নে পেশাদার সমাজকর্মী এবং অংশগ্রহণকারী জনগণ সমস্যা মোকাবিলা করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন সেগুলো নিম্নে তুলে ধরা হলো :
ভাষাগত সমস্যা,
স্বার্থের উপস্থিতি,
নেতৃত্বের অভাব,
প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কার,
দৃষ্টিভঙ্গির বিভিন্নতা,
পরিধি নির্ধারণে সমস্যা,
পারস্পরিক মর্যাদার দ্বন্দ্ব,
পেশাগত মতানৈক্য,
অজ্ঞ ও অশিক্ষিতদের অংশগ্রহণ,
পেশাগত স্বীকৃতির অভাব,
প্রশাসন ও কর্তৃপক্ষের উদাসীনতা এবং
রাজনৈতিক অস্থিরতা।
উপসংহার : সামাজিক কার্যক্রমের আরো কতিপয় প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো হলো – একমুখিতা, আইন ও নৈতিকতার মধ্যে মতবিরোধ, সাহসী মনোভাবের অভাব, কর্মী-সংস্থার মধ্যে দূরত্ব, নাগরিক সেবার ত্রুটি প্রভৃতি ।