সামাজিক কার্যক্রমের ধরনগুলো লিখ।

অথবা, সামাজিক কার্যক্রমের নির্দেশকগুলো উল্লেখ কর।
অথবা, সামাজিক কার্যক্রমের মডেলগুলো কী কী?
অথবা, সামাজিক কার্যক্রমের কাঠামোগুলো কী কী?
উত্তর ভূমিকা : সামাজিক কার্যক্রমের মডেল বা ধরনগুলো সর্বজনস্বীকৃত নয়। মডেলগুলো সাধারণ অনুমান এবং বিভিন্ন উন্নয়ন ব্যবস্থা থেকে সংগৃহীত হয়েছে। ফলে সামাজিক কার্য নানাভাবে পরিচালিত ও বাস্তবায়িত হয়ে থাকে। এ ব্যাপারে মনীষীগণ বিভিন্নভাবে তাদের মতামত ব্যাখ্যা করেছেন। এ প্রসঙ্গে ড. আর. আর. সিং (Dr. R.R. Singh) বলেন, “সামাজিক কার্যক্রমের মডেলগুলো সমষ্টি সংগঠন, সমষ্টি উন্নয়ন, সামাজিক আন্দোলন এবং গান্ধীবাদী সমাজকর্ম সাহিত্য থেকে অনুমানের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে (H.y Siddiqui)। ফলশ্রুতিতে পেশাদার সামাজিক কার্যক্রম কর্মীর অনুশীলন উপযোগী মডেল নিয়ে মতবিরোধ রয়েছে।
সামাজিক কার্যক্রমের মডেল : সামাজিক কার্যক্রমের মডেল ও বরন সম্পর্কে গাব্রিয়েল এ এ ব্রিটো বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছেন, সামাজিক কার্যক্রম উপযোগী মডেল মুখ্যত ২টি। যথা-
ক. অভিজাতমুখী সামাজিক কার্যক্রম (Elitist Social Action Model)
থ. জনমুখী সামাজিক কার্যক্রম মডেল (Popular Social Action Model)
প্রতিটি মডেলেরই আবার রয়েছে তিনটি করে উপমডেল।
ক. অভিজাত মুখী সামাজিক কার্যক্রম মডেল (Elitist Social Action Model)
অভিজাতমুখী সামাজিক কার্যক্রম বলতে সমাজের নেতৃস্থানীয় বা অভিজাত শ্রেণির উদ্যোগে পরিচালিত ব্যাপক জনগোষ্ঠীর কল্যাণকে বুঝায়। অভিজাতমুখী সামাজিক কার্যক্রম মডেলকে তিনটি উপমডেলে ভাগ করা যায়। যথা-
ক. আইনানুগ কার্যক্রম মডেল (Legislative Action Model)।
অর্থনৈতিক সমর্থনমুখী মডেল (Economic Sanction Model) এবং
গ. সরাসরি শক্তিপ্রয়োগ মডেল (Direct Physical Model)
উপসংহার : সামাজিক কার্যক্রমের যেসব মডেল রয়েছে সেগুলো সামাজিক আইন প্রণয়ন, সামাজিক নীতির সংশোধন ও সামাজিক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখে।