অথবা, সামাজিক আন্দোলনের সংজ্ঞা দাও ।
অথবা, সামাজিক আন্দোলন কাকে বলে।
অথবা, সামাজিক আন্দোলন কী?
উত্তর৷ ভূমিকা : সাধারণভাবে বলা যায় সমাজের অধিকাংশ জনগণের কল্যাণার্থে কোনো অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য জনগণের সক্রিয় ও গতিশীল সমবেত প্রচেষ্টাই হচ্ছে সামাজিক আন্দোলন। অর্থাৎ সমাজে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে অন্তরায় সৃষ্টিকারী ক্ষতিকর পরিস্থিতি, প্রতিবন্ধকতা, প্রথা, রীতিনীতি, প্রতিষ্ঠান প্রভৃতির প্রতিকার বা
মূলোৎপাটনের লক্ষ্যে পরিচালিত জনগণের সমবেত বা দলীয় প্রচেষ্টাই হচ্ছে সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অবাঞ্ছিত পরিস্থিতি দূরীকরণের মাধ্যমে সমাজজীবন ও সামাজিক পরিবেশকে কল্যাণকর করা।
সামাজিক আন্দোলনের সংজ্ঞা : সমাজবিজ্ঞানী এইচ. ব্লুমার (H. Blumer) বলেন, “সামাজিক আন্দোলন হলো নতুন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার একটি দলীয় প্রচেষ্টা। রাজনৈতিক ও সামাজিক চাঞ্চল্য থেকে এর সূচনা । প্রচলিত জীবন ব্যবস্থার প্রতি বীতশ্রদ্ধ এবং নতুন জীবনব্যবস্থার আশার আলো সামাজিক আন্দোলনের মূল চালিকাশক্তি।”
সমাজকর্ম অভিধানের ব্যাখ্যানুযায়ী, “Social movement is an organized effort usually involving
many people representing a wide spectrum of the population to change a law, public policy or social norm.” অর্থাৎ, সামাজিক আন্দোলন হচ্ছে একটি সুসংগঠিত প্রচেষ্টা যা সচরাচর আইন, সরকারি নীতি ও
সামাজিক আদর্শ পরিবর্তনে জনগোষ্ঠীর এক বিপুল অংশের কাজ জনগণের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে। সমাজবিজ্ঞানী William Cameron বলেন, “A social movement occurs when a fairly large number
of people band together in order to later or supplant some portion of the existing culture or social order.” (একটি সামাজিক আন্দোলন সংঘটিত হয় তখনই যখন একটি বৃহৎ জনগোষ্ঠী বিদ্যমান সংস্কৃতির কিছু অংশ বা সামাজিক শৃঙ্খলার পরিবর্তন বা অধিকার রক্ষা করার জন্য ন্যায্যভাবে সুসংগঠিত হয়।)
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার বিরুদ্ধে আন্দোলন, যৌতুক প্রথা উচ্ছেদ সাধনের লক্ষ্যে আন্দোলন এসবই সামাজিক আন্দোলনের উদাহরণ। উপসংহার : সমাজ মনোবিজ্ঞানী কিং (King) সামাজিক আন্দোলনের সূচনার দুটি দিকের কথা উল্লেখ করেন। যথা : অভ্যন্তরীণ পর্যায়। উল্লেখ্য, সমাজে স্বাভাবিক জীবনযাপনের পথে বাধাসৃষ্টিকারী পরিস্থিতি, রীতিনীতি, সংগঠন যা সমাজের জন্য ক্ষতিকর, এগুলোর মূলোৎপাটনের লক্ষ্যে পরিচালিত জনগণের সংগঠিত প্রচেষ্টাকে পর্যায় এবং বাহ্যিক সামাজিক আন্দোলন বলে।