অথবা, সামাজিক আইন ও সমাজ সংস্কারের মধ্যে বৈসাদৃশ্য কী দেখাও। অ্যাকান্ডে
অথবা, সামাজিক আইন ও সমাজ সংস্কারের মধ্যে নেতিবাচক সম্পর্ক কী আলোচনা কর।
অথবা, সামাজিক আইন ও সমাজ সংস্কারের মধ্যে অসামঞ্জস্য আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : সামাজিক আইন ও সমাজসংস্কারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকা সত্ত্বেও কতিপয় বিষয়ে এদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়।
সামাজিক আইন ও সমাজসংস্কারের মধ্যে পার্থক্য : নিম্নে উভয়ের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য আলোচনা করা হলো :
সামাজিক আইনের উদ্দেশ্য হলো জনগণের স্বার্থ সংরক্ষণ, প্রয়োজন পূরণ ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। অন্যদিকে, সমাজসংস্কারের লক্ষ্য হলো সমাজ থেকে ক্ষতিকর কুপ্রথা ও রীতিনীতির মূলোৎপাটনের লক্ষ্যে সামাজিক নিয়ম কানুনের সংশোধন বা পরিবর্তন সাধন করা।
সামাজিক আইন হচ্ছে সার্বভৌম শক্তি প্রণীত কতিপয় বিধিবিধান যার মাধ্যমে সমাজের প্রতিকূল অবস্থা দূর হয়। অপরদিকে, সমাজ সংস্কার হচ্ছে একটি সংগঠিত ও সমষ্টিগত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের অনাকাঙ্ক্ষিত
ও অবাঞ্ছিত প্রথার সংশোধন বা পরিবর্তন হয়ে থাকে। সামাজিক আইনের কৌশলগুলো হলো সমস্যা চিহ্নিত, জনমত গঠন, বিল তৈরিকরণ, জনসমর্থন, অংশগ্রহণ, উপস্থাপন, অনুমোদন ও বাস্তবায়ন। অন্যদিকে সমাজসংস্কারের কৌশলসমূহ হচ্ছে সংগঠিতকরণ,
জনসচেতনতা, জনমত সৃষ্টি, আন্দোলন, উপস্থাপন ও বাস্তবায়ন। সামাজিক আইন প্রণীত হয় নীতি নির্ধারণ ও আইন প্রণেতাদের যৌথ প্রচেষ্টায়। অন্যদিকে সমাজ সংস্কার
পরিচালিত হয় মানবহিতৈষী ও ধর্মীয় নেতাদের প্রচেষ্টার মাধ্যমে।
সামাজিক আইন ব্যাপক ও দীর্ঘমেয়াদি হয়। এতে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়। কিন্তু সমাজসংস্কার সাধারণ নির্দিষ্ট সমস্যাকেন্দ্রিক এবং ক্ষণস্থায়ী হয়ে থাকে। সামাজিক আইনের পরিধি ব্যাপক ও বিস্তৃত। অন্যদিকে সমাজ সংস্কারের পরিধি সামাজিক আইনের তুলনায়
ক্ষুদ্র। সামাজিক আইনের মাধ্যমে অপরাধীরা শাস্তি পেয়ে থাকে। অন্যদিকে, সমাজসংস্কারের সুফল সবাই ভোগ
করে। সামাজিক আইন একটি সমন্বয়ধর্মী এবং এটি সমাজসংস্কারের ফলশ্রুতিতে হয়। অপরদিকে সমাজ সংস্কার কার্যক্রম আন্দোলনমুখী এবং এটি সমাজের উন্নয়নকে তরান্বিত করে। সামাজিক আইন একটি রাষ্ট্রীয় বিধি-বিধান এবং এই বিধি ব্যবস্থা দেশের জনগণের জন্য প্রযোজ্য। অন্যদিকে,
সমাজসংস্কার জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় প্রচেষ্টায় পরিচালিত হয়।
সামাজিক আইনের মাধ্যমে মূলত জনকল্যাণ সাধিত হয়। এছাড়া আইন প্রণেতা ও রাজনীতিকদের স্বার্থও থাকতে পারে। অপরদিকে, সমাজসংস্কারের মাধ্যমে পরিকল্পিতভাবে জনকল্যাণ সাধিত হয়।
উপসংহার : পরিশেষে বলা যায়, সামাজিক আইন ও সমাজসংস্কারের মাধ্যমে উপরিউক্ত পার্থক্য বা বৈসাদৃশ্য লক্ষ করা গেলেও উভয়েই জনগণের কল্যাণ সাধন করে থাকে। উভয়ের ইতিবাচক কর্মকাণ্ডের ফলে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়