অথবা, সাংবিধানিক আইন বলতে কী বুঝ? অথবা, সাংবিধানিক আইন কাকে বলে।
অথবা, সাংবিধানিক আইনের সংজ্ঞা দাও।
অথবা, সাংবিধানিক আইন দ্বারা কী বুঝায়?
উত্তরঃ ভূমিকা: আইন হলো মানুষ, সমাজ তথা রাষ্ট্রের বিকাশের অন্যতম নিয়মনীতি। রাষ্ট্রের উদ্দেশ্য হলো ব্যক্তির নাগরিক জীবনকে কল্যাণময় ও সুন্দর করে গড়ে তোলা। মূলত এ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র যেসব বিধিবিধান ও নিয়মকানুন প্রবর্তন করে ব্যাপক অর্থে তাই আইন।
সাংবিধানিক আইন: সাংবিধানিক আইন লিখিত ও অলিখিত হয়ে থাকে। লিখিত সাংবিধানিক আইনের কিছু কিছু অলিখিত অংশ থাকে এবং অলিখিত সাংবিধানিক আইনেরও কিছু কিছু লিখিত অংশ থাকে। সাধারণত রাষ্ট্রের মৌলিক আইনকে সাংবিধানিক আইন বলা হয়।
অধ্যাপক গিলক্রিস্টের মতে, “যে নীতিগুলোর উপর ভিত্তি করে সরকার পরিচালিত হয় তাকে সাংবিধানিক আইন বলে”।
অধ্যাপক উইলোবির মতে, “যে আইনগুলো সরকারের সংগঠন, তার ক্ষমতার বণ্টন এবং সরকারের বিভিন্ন বিভাগ ও কার্যরিচালকদের ক্ষমতার প্রয়োগ ও সীমারেখার সাথে সম্পর্কযুক্ত তাদেরকে সাংবিধানিক আইন বলে।”
উপসংহার: সুতরাং বলা যায়, বিভিন্ন নীতি অনুযায়ী আইনের যে শ্রেণীবিভাগ করা হয়েছে তার সাংবিধানিক আইন অন্যতম। আইন হলো একটি লিখিত বিধিবিধান যা, সকলের জন্য সমভাবে প্রযোজ্য। রাষ্ট্র পরিচালনায় আইন যেমন প্রয়োজন, তেমনি মানবজীবনে সভ্যতা ও সুশৃঙ্খলা আনয়নও অত্যাবশ্যক।