অথবা, সরল দৈবচয়িত নক্শার সংজ্ঞা দাও।
অথবা, সরল দৈবচয়িত নক্শা কী?
উত্তর৷ ভূমিকা : নক্শা ছাড়া গবেষণা পরিচালনা করা খুবই অসম্ভব। গবেষণা করার পূর্বশর্ত হিসেবে নক্শা প্রণয়ন এবং তার যথাযথ ব্যবহার করা খুবই প্রয়োজন। পরীক্ষণের চলগুলোকে নক্শার মাধ্যমে সুস্পষ্ট করা হয়। যখন কোন সমস্যাকে ঘিরে নক্শার প্রয়োজন অনুভূত হয় তখন সে গবেষণা কর্মটি কতকগুলো ধাপ অতিক্রম করতে হয়। এই ধাপগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ হলো নক্শা।
সরল দৈবচয়িত নক্শা : পরীক্ষণ পরিচালনায় যতগুলো নক্শা ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে সরল দৈবচয়িত নক্শা হলো একটি অতি সহজ ধরনের গবেষণামূলক নক্শা। এ নক্শার মাধ্যমে বিভিন্ন দলের মধ্যে নমুনা বিতরণ ও তাদের উপর কর্ম সম্পাদনে কোন ব্যক্তিগত প্রভাবকে এড়ানো সম্ভব হয়। যদি একটি পরীক্ষণে দুটি দল থাকে তাহলে সেক্ষেত্রে সরল দৈবচয়িত পদ্ধতিতে তাদের মধ্যে কার্য বণ্টন করা হয়। এ নকশায় দুটি মৌলিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যথা :
ক. লটারি পদ্ধতি ও খ. দৈবচয়িত সারণি পদ্ধতি।
ক. লটারি পদ্ধতি : লটারি পদ্ধতির মাধ্যমে যে কোন ধরনের লটারি কৌশল অবলম্বন করা হয়। যেমন- কয়েন ব্যবহার পদ্ধতি। একটি কয়েনকে উপরে ছুড়ে দেয়া এবং ছুঁড়ে দেয়ার আগেই ঠিক করে নিতে হয় যে, কয়েনের কোন পাশটি উপরের দিকে অবস্থান করবে যখন তা মাটিতে পড়বে। কেননা এটা সম্পূর্ণই একটি দৈব ঘটনা।
খ. দৈবচয়িত সারণি পদ্ধতি : দৈবচয়িত সারণি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নক্শা অনুযায়ী নমুনা নির্ধারণ ও কার্য সম্পাদন করা সম্ভব। এখানে দৈবচয়িত সারণি নামে একটি তালিকা আছে। এই তালিকা ব্যবহার করেও এরূপ নক্শার গবেষণামূলক উদ্দেশ্য অর্জন করা যায়। দৈবচয়িত সারণিতে বহুসংখ্যক সংখ্যা সুন্দরভাবে কলাম ও সারিতে সাজানো থাকে। এ সংখ্যাগুলো মূলত ০ থেকে ৯৯ সংখ্যার মধ্যে অবস্থান করে এবং এগুলো কম্পিউটারের মাধ্যমে ঠিক করা হয়।
উপসংহার: পরিশেষে বলা যায়, সরল দৈবচয়িত নক্শা হলো একটি গবেষণামূলক নক্শা। এ ধরনের নক্শা দৈবচয়িত ঘটনার উপর নির্ভরশীল। এ নকশা অনুযায়ী নমুনা নির্বাচন করা হয়। সুতরাং সরল দৈবচয়িত নক্শার গুরুত্বকে মনোবিজ্ঞানে অস্বীকার করা যায় না।


