উত্তর : ভূমিকা : ঐতিহাসিক আবুল ফজল বলেন, মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা বিজয় এক অবিস্মরণীয় ঘটনা । ১৫৫৬ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন। এক পর্যায়ে ১৫৭৬ খ্রিস্টাব্দে বাংলা বিজয় করে মুঘল সাম্রাজ্য ভুক্ত করেন। মুঘল সম্রাট আকবরের রাজত্বে বাংলা বিজয় একটি অবিস্মরণীয় ঘটনা। নিম্নে মুঘলদের বাংলা বিজয় সম্পর্কে তুলে ধরা হলো :
সম্রাট আকবরের বাংলা বিজয় :
১. বাংলা বিজয়ের কারণ : আকবরের বাংলা আক্রমণের পেছনে কয়েকটি বিশেষ কারণ ছিল। প্রথমত, আকবরের মনে সাম্রাজ্যবাদী নীতি প্রবল ছিল। দ্বিতীয়ত, বাংলার শাসক দাউদখান কররানী সম্রাট আকবরের স্বাধীনতা অস্বীকার করে বাদশাহ উপাধি ধারণ করে স্বীয় নামে খুৎবা ও মুদ্রা জারি করলে আকবর তার প্রতি রুষ্ট হন। তৃতীয় আফগানরা বরাবরই ছিল মুঘলদের শত্রু। তাই বাংলার আফগান শক্তি নির্মূল করার জন্য বাংলা আক্রমণ করেন। চতুর্থত, দাউদ কররানী মুঘল সাম্রাজ্যের পূর্ব প্রান্তের যামানিয়া দুর্গ অধিকার করলে সম্রাট আকবর বাংলা বিজয়ে দৃঢ়প্রতিজ্ঞ হন ।
২. বাংলা বিজয়ের ঘটনা : এরূপ পরিস্থিতিতে সম্রাট আকবর স্বয়ং অগ্রসর হয়ে গঙ্গার অপর তীরে হাজীপুর দুর্গ এবং পরে পাটনা অধিকার করেন। অতঃপর তার সেনাপতি মুনিম খান বিনা বাধায় সুরুজগড়, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি এলাকা অধিকার করেন। দাউদ খান উড়িষ্যা পলায়ন করলে তিনি তুকোরই যুদ্ধে
মুঘলদের হাতে পরাজিত হন। ১৫৭৫ খ্রিস্টাব্দে মুনিম খানের মৃত্যু হলে দাউদখান সমগ্র বাংলা পুনরায় অধিকার করেন। এবার আকবর খানজাহানের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন। ১৫৭৬ খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে দাউদখান সম্পূর্ণভাবে পরাজিত বন্দি ও নিহত হন। এভাবে বাংলা মুঘল সাম্রাজ্যভুক্ত হয়।
৩. বাংলা বিজয়ের ফলাফল : আকবরের বাংলা বিজয়ের সাথে সাথে ২৪০ বছর ধরে বিদ্যমান বাংলার স্বাধীনতা ধ্বংসপ্রাপ্ত হয়। সমগ্র বাংলা ও বিহার মুঘল কর্তৃত্বাধীনে আসে
এবং তখন থেকে বাংলা সম্রাটের প্রতিনিধি দ্বারা শাসিত হতে থাকে। বাংলায় মুঘল সুবাদার নিযুক্ত হলে এক ভয়ানক ও অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। তবে এ বিজয়ের ফলে বাংলার বিভিন্ন সামাজিক কুসংস্কার দূরীভূত হয়। ধীরে ধীরে বাংলায় মুঘল শিক্ষা, শিল্প ও সংস্কৃতি গড়ে ওঠে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয় বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংযোজন করে। এর মাধ্যমে বাংলার স্বাধীনতা বিলুপ্ত হয়। বাংলায় মুঘল শাসন শুরু হয় এবং এদেশে মুঘল সংস্কৃতি গড়ে ওঠে।