অথবা, জৈন মতে, সম্যক দর্শন কী?
অথবা, জৈন মতে, সম্যক দর্শন কাকে বলে?
অথবা, জৈন সম্যক দর্শন সম্পর্কে ধারণা দাও।
উত্তর৷ ভূমিকা : জৈন দার্শনিকেরা জীবের পূর্ণতা লাভের জন্য আত্মার মুক্তি লাভের কথা বলেছেন। আর এ মুক্তি লাভের জন্যে প্রয়োজন সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র। যাদের জৈনরা ত্রিরত্ন বলে অভিহিত করেছেন। মুক্তি বা মোক্ষ লাভ এ ত্রিরত্নেরই যুগ্মফল। এ ত্রিরত্নের মধ্যে অন্যতম একটি পথ হলো সম্যক দর্শন। নিম্নে সম্যক দর্শন সম্পর্কে আলোচনা করা হলো :
সম্যক দর্শন : সত্যের প্রতি শ্রদ্ধাই হলো সম্যক দর্শন। এ শ্রদ্ধা কারো মধ্যে স্বাভাবিকভাবেই থাকতে পারে আবার কেউ শিক্ষা বা অনুশীলনের মাধ্যমে এ শ্রদ্ধা লাভ করতে পারে। জৈন মতে শ্রদ্ধা অন্ধবিশ্বাস নয়। বিনা বিচারে তীর্থঙ্করদের যে কোন উপদেশকে মেনে নেয়া হয় না। তাদের মতে বিচার বিশ্লেষণজাত শ্রদ্ধাই সম্যক শ্রদ্ধা। জিন মতে, শ্রদ্ধা ছাড়া জ্ঞান লাভ করা যায় না। জৈন লেখক মনিভদ্র বলেন, মহাবীরের প্রতি আমার কোন পক্ষপাতিত্ব নেই। আর কপিলের প্রতিও আমার কোন বিদ্বেষ নেই। যার উপদেশ যুক্তিযুক্ত তাই আমি গ্রহণ করি। মণিভদ্রের এ উক্তিই সাক্ষ্য দিচ্ছে যে জৈনগণ নির্বিচারবাদী নয় তারা বিচারবাদী। জৈনরা বলেন যে, তীর্থঙ্করদের উপদেশ শ্রবণ বা পাঠ করার সময় কারো যেন বীতশ্রদ্ধা না থাকে, শ্রদ্ধা সহকারে তা শ্রবণ বা পাঠ করা উচিত। তবে উপদেশ গ্রহণ করা বা না করা শ্রোতা বা পাঠকের বিচারের উপর নির্ভর করে। কিন্তু জিনদের এ বিশ্বাস আছে যে যারা তীর্থঙ্ককরদের উপদেশাবলি পাঠ করতে, পাঠান্তে তীর্থঙ্করদের প্রতি তাদের শ্রদ্ধা বাড়া ছাড়া কমবে না।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জৈন দর্শন জীবের মুক্তিলাভের এবং আত্মার পূর্ণতা লাভের যে তিনটি পন্থা রয়েছে তার মধ্যে অন্যতম ও কাজ হলো সম্যক দর্শন।