সমাজসংস্কারে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।

অথবা, সমাজসংস্কারে সমাজকর্মীর কর্তব্য আলোচনা কর।
অথবা, সমাজসংস্কারে সমাজকর্মীর দায়িত্ব আলোচনা কর।
অথবা, সমাজসংস্কারে সমাজকর্মীর কার্যাবলি বর্ণনা কর।
উত্তর৷৷ ভূমিকা : সমাজ সংস্কারে সামাজ কর্মীর ভূমিকা অত্যধিক। তিনি পেশাদার প্রতিনিধি হিসেবে সমাজ কল্যাণের ন্যায় সমাজ সংস্কারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য সমাজকর্মীকে কখনো গতিশীল আবার কখনো বৈচিত্র্যময় ভূমিকার অবতীর্ণ হতে হয়।
সমাজসংস্কারে সমাজকর্মীর ভূমিকা : নিম্নে সমাজ সংস্কারে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করা হলো :
১. পরামর্শকের ভূমিকা : সমাজ সংস্কারে সমাজকর্মী পরামর্শকের ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মী সমাজসংস্কারের কার্যকারিতা বৃদ্ধিকল্পে সহায়তা করেন এবং জনগণকে এজন্য দিকনির্দেশনা দান করে থাকে। ফলে সমাজ সংস্কার আন্দোলন জোরদার হয়।
২. সক্ষমকারীর ভূমিকা : জনগণের ক্ষমতা পুনরুদ্ধার এবং তাদের উন্নয়নে সমাজকর্মী সক্ষমকারী হিসেবে তার ভূমিকা পালন করেন। সমাজসংস্কারের বিভিন্ন পর্যায়ে জনগণকে তাদের উন্নয়নে সক্ষম করে তোলে।
৩. সংগঠনকারীর ভূমিকা : জনগণকে সুসংগঠিত করার ক্ষেত্রে সমাজকর্মী সংগঠনকারী হিসেবে কাজ করেন। বিভিন্ন
প্রতিষ্ঠান ও এর কর্মসূচি বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা সংগঠনকারীর মতো।
৪. যোগাযোগ রক্ষাকারীর ভূমিকা : সমাজ সংস্কার কার্যক্রম পরিচালনায় সমাজকর্মীকে যোগাযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করতে হয়। জনগণের সাথে যোগাযোগ রক্ষা করতে গিয়ে সমাজকর্মীকে এ ধরনের কাজ করতে হয়।
৫. তত্ত্বাবধানকারীর ভূমিকা : সমাজ সংস্কারের ক্ষেত্রে একজন সমাজকর্মী কর্মসূচি তত্ত্বাবধানের মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে সহায়তা করে। সেবার দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর ব্যাপারে সমাজকর্মীর ভূমিকা অতুলনীয়।
৬. নীতি ও পরিকল্পনাকারীর ভূমিকা : সমাজ সংস্কার আন্দোলন সফল করার জন্য প্রয়োজন হয় সঠিক নীতি ও পরিকল্পনা। সমাজকর্মী এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অপ্রয়োজনীয় নীতি ও পরিকল্পনা বাতিলেরও ব্যবস্থা করেন !
৭. সমন্বয়কারীর ভূমিকা : সমাজ সংস্কারের বিভিন্ন কাজের মধ্যে সমাজকর্মী সমন্বয়ের ব্যবস্থা করেন। সমন্বয়ের ফলে সমাজ সংস্কার আন্দোলন জোরদার হয়।
৮. সামঞ্জস্য বিধানকারীর ভূমিকা : সমাজ সংস্কারের ফলে সামাজিক পরিবর্তন সাধিত হয়। এতে মানুষের সামঞ্জস্য বিধানে সমস্যা হয়। সমাজকর্মী এক্ষেত্রে মানুষকে তার পরিবেশের সাথে সামঞ্জস্যবিধানে সহায়তা করেন।
৯. তথ্যসংগ্রহকারীর ভূমিকা : সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রথমেই সমস্যা সনাক্ত করতে হয়। এজন্য প্রয়োজনীয় তথ্য
ও বিশ্লেষণের প্রয়োজন হয়। সমাজকর্মী এক্ষেত্রে তথ্য সংগ্রহকারীর ভূমিকা পালন করে থাকে।
১০. কর্মসূচি উন্নয়নকারী হিসেবে : সমাজ সংস্কার কার্যক্রমকে কিভাবে আরো বেগবান ও ফলপ্রসূ করা যায় এজন্য
প্রয়োজনীয় কর্মসূচি প্রদান ও এর উন্নয়নে সমাজকর্মী সহায়তা করে থাকে।
১১. জনগণকে সচেতন করা : সমাজ সংস্কারের অন্যতম দিক হলো জনগণকে সমাজসংস্কার আন্দোলনের ব্যাপারে সচেতন করা। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অগ্রগণ্য।
১২. জনমত সৃষ্টি : সমাজ সংস্কার আন্দোলন সফল করার জন্য এ কার্যক্রমে জনমত সৃষ্টি করা অত্যাবশ্যক। সমাজকর্মী এক্ষেত্রে জনগণকে সংগঠিত করে জনমত সৃষ্টিতে সহায়তা করেন।
১৩. নেতৃত্ব প্রদানকারী হিসেবে : সমাজ সংস্কার আন্দোলনে নেতা অপরিহার্য। নেতার নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলনে নেতা অপরিহার্য। নেতার নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন পরিচালিত হয়। সমাজকর্মী এক্ষেত্রে তার কর্মদক্ষতার মাধ্যমে নেতার ভূমিকায় অবতীর্ণ হন।
১৪. অনুকূল পরিবেশ সৃষ্টি : সমাজ সংস্কার আন্দোলনকে সফল করার জন্য উন্নত পরিবেশ অত্যাবশক। সমাজকর্মী সম াজের ক্ষতিকর পরিস্থিতি দূর করে অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়তা করেন।
১৫. পরিবর্তনকারীর ভূমিকা : সমাজ সংস্কার পরিবর্তনে বিশ্বাসী। এই পরিবর্তন যেন পরিকল্পিত ও গঠনমূলক হয় সে ব্যাপারে সমাজকর্মী ভূমিকা পালন করে থাকে।
১৬. জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ : সমাজসংস্কার আন্দোলন অনেকাংশে নির্ভর করে জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর । সমাজকর্মী এক্ষেত্রে জনগণকে অংশগ্রহণের ব্যাপারে উদ্বুদ্ধ করেন।
১৭. মূল্যায়নকারীর ভূমিকা : সমাজ সংস্কার আন্দোলনের সফলতা বিফলতা যাচাইপূর্বক এর পরিবর্তন ও সংশোধন করা অপরিহার্য । সমাজকর্মী মূল্যায়নকারী হিসেবে ভূমিকা পালন করে থাকে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনায় দেখা যাচ্ছে যে, সমাজসংস্কারে সমাজকর্মী ভূমিকা অত্যধিক। সমাজকর্মী এক্ষেত্রে ব্যাপক ও বিস্তৃত ভূমিকায় অবতীর্ণ হয়। সমাজকর্মীর ভূমিকার উপর সমাজ সংস্কারের সফলতা অনেকাংশেই নির্ভরশীল। এজন্য সমাজ সংস্কারে সমাজকর্মীর ভূমিকা অতুলনীয় ও অপরিসীম।