সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা কর।

অথবা, পার্থক্যের ভিত্তিতে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
অথবা,সমাজের বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কী কী পার্থক্য আছে বলে তুমি মনে কর?
অথবা, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কী কোন পার্থক্য আছে? থাকলে আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা :
মানবসভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ সহজাতভাবে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে আসছে। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে, “মানুষ স্বভাবতই সামাজিক জীব। যে মানুষ সমাজে বাস করে না, সে হয় দেবতা, না হয় পশু।”
সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য : সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও উভয়ের মধ্যে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন-
আলোচনার ভিন্নতা : সমাজবিজ্ঞান সমাজের কাঠামো, প্রথা, প্রতিষ্ঠান সামাজিক পরিবর্তন, সংস্কৃতি প্রভৃতি দিক নিয়ে আলোচনা করে । পক্ষান্তরে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি, সরকারের রূপ ও প্রকৃতি আলোচনা করে।
জ্ঞান আহরণে ভিন্নতা : সমাজবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠন ও নাগরিকদের কার্যাবলি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান থেকে জ্ঞান লাভ করে। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান থেকে আদিম সমাজব্যবস্থা, রাজনৈতিক নিয়ন্ত্রণ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে ।
ব্যাপকতার ক্ষেত্রে : সমাজবিজ্ঞানের ক্ষেত্র রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে ব্যাপক। কেননা, সমাজবিজ্ঞান গোটা সমাজব্যবস্থা নিয়ে আর রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রব্যবস্থা নিয়ে আলোচনা করে।
প্রকৃতিগত ভিন্নতা : সমাজবিজ্ঞান একটি মৌল সামাজিক বিজ্ঞান। পক্ষান্তরে, রাষ্ট্রবিজ্ঞান একটি বিশেষীকৃত সামাজিক বিজ্ঞান ।
ভূমিকার ক্ষেত্রে : সমাজবিজ্ঞান বাস্তব জগৎ সম্পর্কে নিরপেক্ষ ভূমিকা পালন করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজ সম্পর্কে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না।
প্রায়োগিক পার্থক্য : সমাজবিজ্ঞানের আলোচনা তাত্ত্বিক হলেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ব্যবহারিক
আলোচনার প্রকৃতি : সমাজবিজ্ঞানের আলোচনা বস্তুনিষ্ঠ আর রাষ্ট্রবিজ্ঞান আদর্শনিষ্ঠ ।
বিশেষণগত ভিন্নতা : সমাজবিজ্ঞান সমাজের কাঠামো ও স্তরবিন্যাস বিশেষণ করে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের বিধান ও সরকারের কার্যপ্রণালী বিশেষণ করে।
বিষয়গত ভিন্নতা : সমাজবিজ্ঞানে কাল্পনিক বিষয়ের স্থান নেই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অনেক সময় অতীত, বর্তমান ও ভবিষ্যতের কাল্পনিক বিষয় নিয়ে আলোচনা করে।
উপসংহার : পরিশেষে বলা যায়, দু’য়ের মাঝে সাদৃশ্য ও বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও দুটিই পরস্পর সম্পর্কযুক্ত।