সমাজবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক কী?

অথবা, সমাজবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক বিস্তারিত আলোচনা কর। পার
উত্তর৷ ভূমিকা :
সমাজবিজ্ঞান সমাজ ও তার মানুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। অন্যদিকে, অর্থনীতি মানুষের জীবনের অর্থ সম্পর্কিত সবদিক আলোচনা করে। সমাজে অর্থনৈতিক কার্যক্রম যত জোরদার হয়
ততই তা সমাজজীবনকে প্রভাবিত করে। বিপরীতভাবে সমাজজীবন দ্বারা অর্থনৈতিক প্রক্রিয়া প্রভাবিত হয়। আর তাই সমাজবিজ্ঞান ও অর্থনীতির মধ্যে সম্পর্ক ঘনিষ্ট।
সমাজবিজ্ঞান ও অর্থনীতির সম্পর্ক : সমাজবিজ্ঞান ও অর্থনীতি উভয়ই সামাজিক বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজবিজ্ঞান যেখানে মানুষের সমাজ নিয়ে আলোচনা করে অর্থনীতি সেখানে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ তথা সমাজের উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা করে। আদিম পর্যায়ে অর্থনীতি ও সমাজবিজ্ঞান একই শাস্ত্রের অন্তর্গত বলে বিবেচিত হতো। তাই অর্থনীতি ও সমাজবিজ্ঞানের মধ্যে বেশ কিছু সম্পর্ক রয়েছে। নিম্নে সেগুলো আলোচনা করা হলো :
ক. বিশ্লেষণগত সহায়তা : জীবনযাত্রার মান এবং পেশা ও আয়ের তারতম্যের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস নির্ধারিত হয়। আর এজন্য সমাজবিজ্ঞানীদেরকে অর্থনীতিবিদদের উপর নির্ভর করতে হয়। পেশা ও আয়ব্যয়ের উপর নির্ভর করেই সামাজিক শ্রেণি ও মর্যাদা নিরূপিত হয়।
খ. পরিকল্পনা প্রণয়ন : পরিকল্পনা প্রণয়নে অর্থনীতিবিদগণ সমাজবিজ্ঞানীদের সমাজ সম্পর্কিত তথ্য উপাত্তের উপর অনেকটা নির্ভর করেন। উন্নয়নের পথে সামাজিক, সাংস্কৃতিক প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করতে এবং উন্নয়নের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি করতে অর্থনীতিবিদগণ সমাজতাত্ত্বিকদের উপর নির্ভর করেন।
গ. আলোচ্যবিষয়ের অভিন্নতা : সমাজবিজ্ঞানের মূল আলোচ্যবিষয় সমাজ আর অর্থনীতির মূল আলোচ্যবিষয় হলো উৎপাদন, বণ্টন, ভোগ, সঞ্চয় বিনিয়োগ। তাই সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড সমাজজীবনকে প্রভাবিত করে। আবার সমাজজীবনও অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে।
ঘ. অর্থনৈতিক বিশ্লেষণে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি : অর্থনৈতিক উন্নয়ন, অনুন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানুষের মৌলিক অধিকারের সম্পূর্ণতা ইত্যাদি ক্ষেত্রে অর্থনীতিবিদগণ তাদের ব্যাখ্যা বিশ্লেষণে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছেন।
ঙ. অর্থনীতি সমাজবিজ্ঞানের তথ্য ও নির্দেশনা নির্ভর : সামাজিক মানুষের আচার আচরণ, চলাফেরা, দৃষ্টিভঙ্গি, চিন্তাচেতনা ইত্যাদির সাথে অর্থনৈতিক বিষয়টি জড়িত। এজন্য সমাজতত্ত্বের গবেষণা ও বিশ্লেষণ, অর্থনৈতিক আচরণ, ব্যাখ্যা বিশ্লেষণকে বুঝতে সাহায্য করে। বর্তমান কালের বিকাশমান ও কল্যাণমুখী অর্থনীতি সম্পর্কিত নানাবিধ সমস্যা আলোচনার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের তথ্য ও নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চ. উন্নয়ন সাধন : সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য অর্থনৈতিক পরিকল্পনা নেয়া হয়। আর অর্থনৈতিক পরিকল্পনার কাঙ্ক্ষিত সাফল্য সামাজিক গবেষণালব্ধ সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই অর্থনীতির সাথে সমাজবিজ্ঞানের বেশ সম্পর্ক রয়েছে
ছ. মনীষীদের অভিন্নতা: ম্যাক্স ওয়েবার তাঁর The Protestant Ethics and the Spirit of Capitalism’ গ্রন্থে দেখিয়েছেন যে, অর্থনৈতিক কারণসমূহের দ্বারা সামাজিক সমস্যা জড়িত।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, সমাজবিজ্ঞান অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানের দুটি পৃথক ও স্বতন্ত্র শাখা হলেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সুতরাং সমাজবিজ্ঞান ও অর্থনীতি পরস্পর দুটি সম্পূরক বিজ্ঞান। কেননা সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া অর্থনীতিকে এবং অর্থনীতির জ্ঞান ছাড়া সমাজবিজ্ঞানকে জানা যায় না।