সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বলতে কি বুঝ?

অথবা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?

অথবা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দাও ।

সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বলতে কি বুঝ?অথবা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?অথবা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দাও ।উত্তর ঃ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ঃ কাল মার্কস এবং এন্‌জেলস সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা। ১৯১৭ সালে বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় প্রথম সমাজতন্ত্র কায়েম হয়। রাশিয়ায় সমাজতন্ত্র কায়েম হওয়ার পর পূর্ব জার্মানি, আলজেরিয়া, দক্ষিণ ইয়েমেন, পোল্যান্ড, হাঙ্গেরি, কিউবা ইত্যাদি দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রচলিত হয়। কিন্তু ১৯৮৫ সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে। এই পতনের ধারায় প্রায় সবকটি সমাজতান্ত্রিক দেশে সংস্থার কর্মসূচির নামে সমাজতন্ত্রের পতন হয়। তবে সমাজতান্ত্রিক অর্থনীতিবিদগণ এটাকে সাময়িক বিপর্যয় বলে মনে করেন। তারা মনে করেন, সমাজতন্ত্রের পতন কখনও হবে না, আবার সমাজতন্ত্র প্রচলিত হবেই। ‘সমাজতন্ত্র’ হল এমন অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহের উপর কোন ব্যক্তিগত মালিকানা থাকে না। সম্পদের ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা যে অর্থনীতিতে স্বীকৃত তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। অর্থনীতিবিদ জে. এফ. র‍্যাগান এবং এল. বি. থমাস এর মতে, “সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হল এরূপ একটি অর্থব্যবস্থা যেখানে সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়।” জর্জ বার্নার্ডশ এর মতে, “সমাজতন্ত্রে অর্থ আয়ের সাম্য ছাড়া কিছুই নয়।” উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, অর্থনীতিতে সম্পদের রাষ্ট্রিয় মালিকানার পাশাপাশি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কর্তৃক সম্পদের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে মানব কল্যাণ নিশ্চিত করা হয় তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হিসাবে অভিহিতকরা হয়।