সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা দাও ।

অথবা, সমাজকর্ম পদ্ধতি বলতে কি বুঝ?
অথবা, সমাজকর্ম পদ্ধতি কাহাকে বলে।
অথবা, সমাজকর্ম পদ্ধতির ব্যাখ্যা কর।
উত্তর৷ ভূমিকা : কোন কাজ সম্পাদনের উপায়কে পদ্ধতি (Method) বলা হয়। একটি সাহায্যকারী পেশা (Helping profession) হিসেবে সমাজকর্মেরও কতকগুলো নিজস্ব পদ্ধতি রয়েছে। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা
সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের এই পদ্ধতিসমূহ ব্যবহৃত হয়।
সমাজকর্ম পদ্ধতি : পেশাগত অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মীগণ যেসব বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে থাকেন তাকে
সমাজকর্ম পদ্ধতি বলা হয় । প্রামাণ্য সংজ্ঞা
এইচ. বি. ট্রেকার (H. B. Trecker) এর মতে, “সমাজকর্ম পদ্ধতিকে সমাজকর্মের সুসংবদ্ধ জ্ঞান, উপলব্ধি এবং নীতি হিসেবে সংজ্ঞায়িত করা যায়, যা সচেতন ও নির্ধারিত উপায়ে সমাজকর্মের লক্ষ্য অর্জনে সহায়তা করে।”
ড. আব্দুল হাকিম সরকার এর মতে, “যেসব কর্মপন্থা বা কর্ম প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, নীতিমালা, ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করার ক্ষেত্রে কর্মী প্রয়োগ করে থাকেন সেসব সুশৃঙ্খল কর্ম
প্রক্রিয়ার সমষ্টিই সমাজকর্ম পদ্ধতি। সমাজকর্ম পদ্ধতি ব্যতীত সমাজকর্মের জ্ঞান, দক্ষতা এবং কর্মনৈপুণ্যতা বাস্ত বক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব নয়। মূলত সমাজকর্মের স্বীকৃতি লাভের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতিগুলো মুখ্য ভূমিকা পালন করে থাকে।”
মোঃ শহিদুল ইসলাম তাঁর ‘সমাজকর্ম’ (২০০৮) নামক গ্রহ্নে বলেন, “পেশাদার সমাজকর্মীগণ ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা প্রদানের লক্ষ্যে যেসব পদ্ধতি বা কৌশল প্রয়োগের ক্ষেত্রে সমাজকর্ম বিষয়ক জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যতা বাস্তবে প্রয়োগ করেন তাকে সমাজকর্ম পদ্ধতি বলা হয়।”
উপসংহার : সবশেষে আমরা বলতে পারি, সমাজকর্মের লক্ষ্য অর্জনের জন্য পেশাদার সমাজকর্মীগণ যে সুশৃঙ্খল, কৌশল, পন্থা বা উপায় অবলম্বন করে থাকেন তাকে সমাজকর্ম পদ্ধতি বলে।