Download Our App

সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের সম্পর্ক আলোচনা কর।

অথবা, সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের সাদৃশ্য আলোচনা কর।
অথবা, সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের ইতিবাচক সম্পর্ক আলোচনা কর।
অথবা, সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের সামঞ্জস্য কী বর্ণনা কর?
উত্তর৷৷ ভূমিকা : সমাজকর্ম এবং সামাজিক কার্যক্রম মূলত একই উদ্দেশ্যে পরিচালিত হয়। এ উভয়ই সমাজের কল্যাণে কাজ করে। তবে সামাজিক কার্যক্রম সমাজকর্মের একটি পদ্ধতিমাত্র।
সমাজকর্ম ও সামাজিক কার্যক্রমের সম্পর্ক : নিম্নে সমাজকর্ম সামাজিক কার্যক্রমের মধ্যে সম্পর্ক আলোচনা করা হলো :
সমাজকর্ম এবং সামাজিক কার্যক্রম সাদৃশ্যপূর্ণ এবং উভয়ে একে অপরের পরিপূরক। নানাভাবেই সমাজকর্মে সামাজিক কার্যক্রমের গুরুত্ব অত্যধিক। সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম উভয়ে সামাজিক পরিবর্তন ও কল্যাণের লক্ষ্যে কাজ করে। সামাজিক কার্যক্রম পরিবর্তনের লক্ষ্যে সমাজকর্মের সাথে সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা চালায়। সমাজকর্ম ও সামাজিক কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে যেমন-দক্ষতা উন্নয়ন, নির্যাতিতদের অধিকার আদায়, বৈষম্য প্রতিরোধ প্রভৃতিতে
গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সমাজকর্ম এমন এক সাহায্যকারী পেশা যা কতকগুলো পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যার সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হন। এর মাধ্যমে ব্যক্তি বা দলের পূর্ণ বিকাশ.এ উন্নতি লাভ করা সম্ভব হয়। সামাজিক কার্যক্রম সমাজকর্মের এ লক্ষ্য অর্জনে সহায়তা করে। সমাজকর্ম পেশার
জ্ঞান, মূল্যবোধ ও আদর্শের আওতায় পরিচালিত সমন্বিত ও সুশৃংখল কার্যক্রম থেকে সামাজিক কার্যক্রম প্রত্যয়টি ব্যবহৃত
হয়ে থাকে। সামাজিক কার্যক্রম হচ্ছে একটি সম্মিলিত প্রচেষ্টা, এর মাধ্যমে সমাজের বাঞ্ছিত পরিবর্তন আনা অথবা অবাঞ্ছিত
পরিবর্তনকে বাধা প্রদান করা হয়। তাই বলা যায়, সুসংগঠিত দলীয় প্রচেষ্টার মাধ্যমে সামাজিক প্রশাসন, সামাজিক আইন,
সামাজিক নীতি প্রভৃতিতে পরিবর্তন ও সংশোধন আনয়ন করে সামাজিক পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করে জনগণের
সহায়তা করাকে সামাজিক কার্যক্রম বলে।
হার্বাট বিসনো বলেছেন, “সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির অনুশীলন নিয়ে বিতর্ক থাকলেও এটা সাধারণভাবে স্বীকৃত যে, সমাজকর্মীদের নিজস্ব বিশেষজ্ঞতা থাকা সত্ত্বেও একজন নাগরিক হিসেবে কিংবা পেশাজীবী হিসেবে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা বিশেষ বাধ্যতামূলক দায়িত্ব।” সমাজকর্মের বিভিন্ন পদ্ধতির অনুশীলন লক্ষ করলে দেখা যায়, এতে সামাজিক কার্যক্রম পদ্ধতির ব্যাপক প্রয়োগ করা হয়ে থাকে। তাই সমাজকর্মের সামাজিক কার্যক্রম পদ্ধতি বিশেষ মর্যাদার দাবি রাখে। সামাজিক কার্যক্রম সমাজকর্মকে
সহায়তা করে বলেই সুসংগঠিত দলীয় প্রচেষ্টার প্রয়োজনে আন্দোলনধর্মী কার্যক্রম প্রয়োগ করে থাকে।
উপসংহার : সামাজিক কার্যক্রমের সাথে সমাজকর্মের নানা দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক বা মিল থাকা সত্ত্বেও দুটি বিষয় কিন্তু এক নয় । সমাজকর্মের যে ব্যাপকতা রয়েছে সামাজিক কার্যক্রম ততটা ব্যাপক নয়। সামাজিক কার্যক্রমের লক্ষ্য হচ্ছে সমাজকর্ম। তারপরও বলা যায়, সমাজের কল্যাণে উভয়েই কাজ করে যাচ্ছে। ফলে দুটোর গুরুত্বই বাস্তবে সমধিক।