অথবা, সমাজকর্মের মৌলিক পস্তুতিগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা কর।
অথবা, সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে সাদৃশ্য আলোচনা কর ।
অথবা, সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক আলোচনা কর ।
উত্তর৷ ভূমিকা : ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম- সমাজকর্মের এ তিনটি মৌলিক পদ্ধতি ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার সমাধান ও উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়। এসব পদ্ধতিগুলোর প্রয়োগক্ষেত্র ও পরিধি আলাদা হলেও এদের মধ্যে লক্ষ্য ও উদ্দেশ্যগত অভিন্নতা রয়েছে।
সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর পারস্পরিক সম্পর্ক : সমাজকর্মের মৌলিক পদ্ধতির মধ্যে পারস্পরিক অবিচ্ছেদ্য
বর্তমান। নিম্নে এগুলো বর্ণনা করা হলো :
১. অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য : সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহের লক্ষ্য এক এবং অভিন্ন। ব্যক্তি, দল ও সমষ্টির কল্যাণের মাধ্যমে একটি সুন্দর সমস্যাযুক্ত সমাজ গঠনই এসব পদ্ধতির উদ্দেশ্য।
২. আঃসম্পর্ক : সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক আন্তঃসম্পর্ক বিদ্যমান।
৩. অভিন্ন নীতি ও মূল্যবোধ : ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কতকগুলো অভিন্ন নীতি ও মূল্যবোধ অনুসরণ করতে হয়।
৪. সমষ্টি সমাজকর্ম পদ্ধতির সফল বাস্তবায়নের ক্ষেত্রে : সমষ্টি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতির আশ্রয় নিতে হয়। আবার যারা দলের বাইরে থাকে এবং দলের মধ্যে থেকে সমস্যা সৃষ্টি করে তাদের ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করতে হয়।
৫. অভিন্ন স্তর বা ধাপ : ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধান প্রক্রিয়ার ক্ষেত্রে কতকগুলো ধাপ বা স্তর রয়েছে। সমাজকর্মের মৌলিক পদ্ধতিই এসব ধাপ অনুসরণ করে চলে।
৬. সমস্যার প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক সমাধান : সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে ব্যক্তি
সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করলেও প্রতিরোধ ও উন্নয়নমূলক সমাধান ব্যবহারকল্পে দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম পদ্ধতি
প্রয়োগ করতে হয়।
৭. বিভিন্ন পদ্ধতির সমন্বিত প্রয়োগ : সমস্যা সমাধানের ক্ষেত্রে কোন একক পদ্ধতি ব্যবহার না করে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমন্বিতভাবে প্রয়োগে করা হয়।
৮. দলীয় লক্ষ্য অর্জনের ক্ষেত্রে : দল যেহেতু ব্যক্তির সমষ্টি এবং সমষ্টির একক তাই দল সমাজকর্ম পদ্ধতির সফল বাস্তবায়নের জন্য ব্যক্তি, দল ও সমষ্টিকে সমান গুরুত্ব প্রদান করতে হয়।
৯. সামগ্রিক দৃষ্টিভঙ্গি : আধুনিক সমাজকর্ম মানবজীবন এবং সমাজের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করে। এ কারণে আধুনিক সমাজকর্মে বিভিন্ন মৌলিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ দেখা যায়।
উপসংহার : ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সমষ্টি সমাজকর্ম পদ্ধতি একে অপরের উপর গভীরভাবে নির্ভরশীল। অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মের মৌলিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ ঘটাতে হয়। সুতরাং নির্দ্বিধায় বলা যায় যে, সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে সম্পর্ক অতি নিবিড়।