অথবা, সমাজকর্মের নৈতিক ভিত্তিগুলো উল্লেখ কর।
অথবা, সমাজকর্মের নৈতিক ভিত্তিগুলো তুলে ধর।
অথবা, সমাজকর্মের নৈতিক ভিত্তিগুলো লিখ।
উত্তর।৷ ভূমিকা : সমাজকর্মের ভিত্তি হিসেবে ন্যায়নীতি বা নৈতিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সমাজকর্ম দর্শন মূলত মানবতাবোধ, ধর্ম ও নৈতিকতার সমন্বয়ে গঠিত। সমাজকর্মের নৈতিক ভিত্তির উপরই সমাজকর্মের বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ, নীতি প্রভৃতি গড়ে উঠেছে। ধর্ম মানুষকে নৈতিকতার শিক্ষা দেয় এবং নৈতিকতাবোধ মানুষকে কল্যাণমূলক কাজে অনুপ্রেরণা যোগায়। এটি আমাদের ভালো কাজ করতে প্রেরণা এবং মন্দ কাজ করতে নিষেধ করে।
সমাজকর্মের নৈতিক ভিত্তিসমূহ
সমাজকর্মের নৈতিক মানদণ্ড কতকগুলো নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সমাজকর্মের নৈতিক ভিত্তিগুলো হলো :
১. সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতি নৈতিক দায়িত্ববোধ;
২. সমাজকর্মীর আচার আচরণের একটি সীমারেখা অঙ্কন করা ;
৩. নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতাবোধ;
৪. সহকর্মীদের প্রতি দায়িত্ববোধ;
৫. সমাজের প্রতি নৈতিক দায়িত্ববোধ;
৬. সমাজকর্ম পেশার প্রতি গুরুত্বারোপ :
৭. মানুষের প্রতি মমত্ববোধ :
৮. সহযোগিতা ও সহমর্মিতাবোধ ও
৯. ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজকর্মকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য কোনো ব্যক্তির অনুকূল মনোভাব, পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ থাকা চাই।এছাড়া তাকে কতকগুলো নৈতিক মানদণ্ড মেনে চলতে হয়।