সমস্যা শনাক্তকরণ প্রক্রিয়াটি লিখ।সমস্যা কীভাবে শনাক্ত করা যায়?

অথবা, সমস্যা কীভাবে শনাক্ত করা যায়?
অথবা, সমস্যা চিহ্নিতকরণ প্রক্রিয়াটি লিখ।
অথবা, সমস্যা শনাক্তকরণ প্রক্রিয়া বলতে কী বুঝ?
অথবা, সমস্যা শনাক্তকরণ প্রক্রিয়া কী?
অথবা, সমস্যা শনাক্তকরণ কাকে বলে?
অথবা, সমস্যা শনাক্তকরণ প্রক্রিয়ার সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : কোন না কোন সমস্যাকে কেন্দ্র করেই বিজ্ঞানের গবেষণা বা আবিষ্কারের কাজ শুরু হয়। কোন সমস্যাকে ঘিরেই তার সমাধানের চেষ্টা করা হয়। আবার প্রাকৃতিক ঘটনাবলিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে ব্যর্থ হলে তা বৈজ্ঞানিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়। আর এই সমস্যা সমাধানের জন্য বিশেষ ধরনের চেষ্টার পদ্ধতিকে বলা হয় বিজ্ঞান।
সমস্যা ছাড়া সমাধানের যেমন কোন অর্থ হয় না, তেমনি সমস্যা ব্যতীত বৈজ্ঞানিক অনুসন্ধানেরও কোন অর্থ হয় না। তাই বৈজ্ঞানিক গবেষণাকে জানতে বা বুঝতে হলে প্রথমে যে বিষয়টি জানা দরকার তা হলো সমস্যা।
সমস্যা শনাক্তকরণ : গবেষণা সমস্যার ক্ষেত্রে সমস্যা নির্বাচনে দ্বিতীয় ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। সমস্যা শনাক্তকরণ করে কাজ করলে কাজটি অনেক সহজ হয়। কেননা এই সমস্যা শনাক্তকরণ অত্যন্ত জটিল বিষয়। গবেষণাকে সার্থক ও সুন্দর করতে হলে প্রথমে সমস্যাটিকে ভালোভাবে চিহ্নিত করতে হবে। সমস্যাটিকে চিহ্নিত করতে পারলে গবেষণা সহজ হবে। তাই সমস্যা নির্বাচনের প্রতি অধিক মনোযোগী হতে হবে। অনেকগুলো সমস্যার সাথে এই সমস্যাকে তুলনা করে সঠিক সমস্যা সনাক্ত করতে হবে। সঠিক সমস্যা শনাক্ত করতে হলে দুটি দিকের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। একটি হলো বাহ্যিক শর্ত এবং অপরটি হলো অভ্যন্তরীণ শর্ত। বাহ্যিক শর্তগুলো হলো সমস্যার নতুনত্ব, সমস্যার তাৎপর্য, সমস্যার উৎস, সমস্যার সংশ্লিষ্ট কৌশল, স্পনসরশিপ এবং কাজ করার পরিবেশ ও শর্ত। অন্যদিকে অভ্যন্তরীণ শর্তগুলো হলো গবেষকের আগ্রহ, বুদ্ধিবৃত্তিক অবস্থা, গবেষণা পরিচালনার দক্ষতা, ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলি, আর্থিক খরচের সামর্থ্য, ব্যক্তিগত ঝুঁকি, সময়সূচি এবং প্রেষণা
উপসংহার : পরিশেষে বলা যায় যে, গবেষণার সমস্যায় গবেষণাটিকে সার্থক করে তুলতে হলে সমস্যা নির্বাচন করা অত্যন্ত জরুরি। সমস্যা নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠিন। উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনা করে সমস্যা নির্ধারণ করে
গবেষণা পরিচালনা করলে গবেষণা সার্থক হবে। সুতরাং মনোবিজ্ঞানে সমস্যা নির্বাচন প্রক্রিয়াটি যদিও অত্যন্ত জটিল তারপরও এদের গুরুত্বকে অস্বীকার করা যায় না।