সমষ্টি সংগঠনের কার্যাবলি আলোচনা কর ।

অথবা, সমষ্টি সংগঠনে কি কি কর্মপদ্ধতি অনুসরণ করা হয়।
অথবা, সমষ্টি সংগঠনের প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, সমষ্টি সংগঠনের ফ্যাংশনগুলো আলোচনা কর।
উত্তর৷ ভূমিকা : আধুনিক সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা, যা বিশ্বব্যাপী ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যেন সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টি নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে পারদর্শী হয়ে ওঠে। সমষ্টি সংগঠন হল সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে সমষ্টির সম্পদ ও সম্পদসমূহ চিহ্নিত করে
এমনভাবে সমন্বয় সাধন করা যাতে সমষ্টির জনগণ তাদের সমস্যা তারাই সমাধানে সক্ষম হয়ে ওঠে। তবে সমষ্টি সংগঠন কর্মীকে কতিপয় নীতি, বৈশিষ্ট্য ও কার্যাবলির মাধ্যমে এসব সমস্যার সমাধানে অগ্রসর হতে হয়।
সমষ্টি সংগঠনের কার্যাবলি : সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমস্যা ও সম্পদের মাঝে সমন্বয় সাধন করতে গিয়ে সমষ্টি সংগঠনকে বিভিন্ন কার্যাবলি সম্পন্ন করতে হয়। Aurthun Dunham সমষ্টি সংগঠনের কার্যাবলি সম্পর্কে
আলে৷চনা করতে গিয়ে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘The New Community Organization’ এ ১০টি কার্যাবলির কথা বলেছেন। নিম্নে এগুলো আলোচনা করা হল :
১. তথ্য সংগ্ৰহ (Fact Finding) : সমষ্টি সংগঠনের প্রথম ও প্রধান কাজ হল তথ্য সংগ্রহ করা। সমষ্টির যে সমস্যাবলি আছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের কি কি সম্পদ আছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সমষ্টির মানুষ ও তাদের সম্পর্কে নানা ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। কারণ এসব সংগৃহীত তথ্য থেকেই প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করা হয়।
২. কর্মসূচি প্রণয়ন (Programme Development) : কর্মসূচি প্রণয়ন সমষ্টি সংগঠনের গুরুত্বপূর্ণ কাজ। যেসব তথ্য সংগৃহীত হল সেসব তথ্য যাচাই বাছাই ও ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমষ্টির সম্পদ ও চাহিদার আলোকে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করতে হবে।
৩. আদর্শ নিরূপণ (Standards) : সমষ্টি সংগঠনের কার্যাবলি এমন হবে যেন তা জনগণের কাছে একটি অনুকরণীয় আদর্শ হিসেবে বিবেচিত হতে পারে। তাহলে সমষ্টি সংগঠন সম্পর্কে জনগণের মধ্যে প্রাণের সঞ্চার হবে। জনগণ পরবর্তীতে এর যে কোন কর্মসূচি গ্রহণ করলে তাতে উৎসাহের সাথে অংশগ্রহণ করবে। সেজন্য কর্মসূচি যাতে
আদর্শভিত্তিক হয় সেটা নির্ধারণ করতে হবে।
৪. সহযোগিতা ও সমন্বয় (Co-operation and Co-ordination) : সমষ্টি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলি হল সহযোগিতা ও সমন্বয় সাধন। সমষ্টি সংগঠন কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হয়। এছাড়াও সমষ্টির সমস্যা ও সম্পদের মাঝে সমন্বয় সাধন করা হয়।
৫. শিক্ষামূলক কাজ (Educational Work) : শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা সমষ্টি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলি। সমষ্টির জনগণের সচেতনতা আনয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন, সমস্যা ও সম্পদ সম্পর্কে সচেতনতা আনয়ন ইত্যাদির জন্য শিক্ষা ও প্রশিক্ষণমূলক কার্যাবলি গ্রহণ করা হয়।
৬. গণসম্পর্ক (Public Relations) : গণসম্পর্ক সমষ্টি সংগঠনের অন্যতম কার্যাবলি। সমষ্টি সংগঠন শুধু সমষ্টির
সমস্যার সমাধান দিয়েই ক্ষান্ত হয় না, বরং সমষ্টির জনগণের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার মাধ্যমে সমষ্টির জনগণের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলার প্রয়াস পায়।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, সমষ্টি সংগঠন সমষ্টির জনগণের সমস্যা ও সম্পদের মাঝে সমন্বয় সাধনের এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে সমষ্টির জনগণ তাদের সমস্যা মোকাবিলা করে কাঙ্ক্ষিত জীবনমান অর্জনে সক্ষম হয়। সমষ্টি সংগঠনকে কতিপয় কার্যাবলি সম্পাদনের মাধ্যমে সমষ্টির জনগণকে সাহায্য করা হয়। এ
কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারলেই সমষ্টির জনগণের মঙ্গল সাধিত হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/