সমষ্টি সংগঠনের উপাদানগুলো আলোচনা কর।

অথবা, সমষ্টি সংগঠনের মানদণ্ডগুলো বর্ণনা কর।
অথবা, সমষ্টি সংগঠনের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, সমষ্টি সংগঠনের প্রকৃতি বর্ণনা কর।
উত্তর৷৷ ভূমিকা : আধুনিক সমাজকর্ম বিশ্বব্যাপী সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সমাজ তার মৌলিক ও সহায়ক পদ্ধতির সাহায্যে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যেন তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে। সমষ্টি সংগঠন হচ্ছে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। সমষ্টি সংগঠনের
মাধ্যমে কোন সমষ্টির জনগণের সমস্যাবলি খুঁজে বের করে তা মোকাবিলায় সমষ্টির জনগণকে সক্ষম করে তোলে। সমষ্টি সংগঠনের কিছু উপাদান আছে, যেগুলোর মাধ্যমে সমষ্টি সংগঠন কর্মী তার সেবাকার্য পরিচালনা করে।
সমষ্টি সংগঠনের উপাদান : সমষ্টি সংগঠন আধুনিক সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। এ পদ্ধতি হল সুসংগঠিত সাহায্যদানকারী পদ্ধতি। এ পদ্ধতির কতিপয় উপাদান আছে। নিম্নে সেগুলো আলোচনা করা হল :
১. জনসমষ্টি : জনসমষ্টি সমষ্টি সংগঠনের প্রধান উপাদান। কারণ সমষ্টি সংগঠনের যত কার্যক্রম পরিচালিত হবে সবই জনসমষ্টিকে কেন্দ্র করে। তাই জনসমষ্টি না থাকলে সমষ্টি সংগঠন হবে না। একটি জনসমষ্টি থাকলে তাদের সমস্যা থাকবে। তবেই সেখানে সমষ্টি সংগঠন কার্যক্রম পরিচালিত হবে। জনসমষ্টি ছাড়া যেমন রাষ্ট্রের কথা চিন্তা করা যায় না,
তেমনি জনসমষ্টি ছাড়া সমষ্টি সংগঠন আশা করা যায় না।
২. সমষ্টির প্রয়োজন : সমষ্টি সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সমষ্টির প্রয়োজন। শুধু জনসমষ্টি থাকলেই হবে না, জনসমষ্টির সমস্যা এবং প্রয়োজনও থাকতে হবে। যদি সমস্যা ও প্রয়োজন না থাকে তাহলে সমষ্টি সংগঠন কার্যক্রম আশা করা যায় না।
৩. স্থানীয় উদ্যোগ : সমষ্টি সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ উপাদান হল স্থানীয় উদ্যোগ। জনসমষ্টি যেমন থাকতে হবে, তেমনি জনসমষ্টির সমস্যা এবং প্রয়োজন থাকতে হবে। পাশাপাশি ঐ সমস্যা দূরীকরণের জন্য জনসমষ্টির স্থানীয় উদ্যোগও থাকতে হবে। স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করে যদি তারা ব্যর্থ হয়। এজেন্সির নিকট আসবে। এজেন্সি তখন
সমষ্টি সংগঠন কার্যক্রম গ্রহণ করবে।
৪. সমষ্টি সংগঠনকর্মী : সমষ্টি সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ উপাদান হল সমষ্টি সংগঠনকর্মী। সমষ্টি সংগঠনকর্মী বলতে এখানে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাসম্পন্ন পেশাদার সমাজকর্মীকে বুঝানো হয়েছে। সমাজকর্মী তার পেশাগত জ্ঞান, যোগ্যতা, দক্ষতা ও নৈপুণ্যতার সফল প্রয়োগের মাধ্যমে সমষ্টির সমস্যা ও সম্পদের উপযুক্ত সমন্বয় সাধন করবেন। তিনি সমষ্টির জনগণকে সমস্যা সমাধানের উপায় বলে দেবেন।
৫. প্রক্রিয়া বা পদ্ধতি : সমষ্টি সংগঠনের আরও একটি উপাদান হল প্রক্রিয়া বা পদ্ধতি। যে কোন সমস্যা সমাধানের জন্যই উপযুক্ত পদ্ধতি ও প্রক্রিয়ার আশ্রয় নিতে হয়। এ কাজটি সমষ্টি সংগঠনকর্মী অনেক চিন্তাভাবনা করে ঠিক করেন।
উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সমষ্টি সংগঠন আধুনিক সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসেবে সমস্যাগ্রস্ত সমষ্টির জনগণকে এমনভাবে সাহায্য করা হয়, যাতে তারা তাদের সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ঐসব সমস্যা মোকাবিলায় সক্ষম হয়ে সমষ্টির জনগণের মঙ্গল ও কল্যাণ নিশ্চিত করে।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/