অথবা, সমষ্টি উন্নয়ন কী?
অথবা, সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও।
অথবা, সমষ্টি উন্নয়নের ব্যাখ্যা দাও।
উত্তর৷ ভূমিকা : সমষ্টি উন্নয়ন ধারণাটি বর্তমান বিশ্বে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। সমাজকর্মে সমষ্টি উন্নয়ন বিশেষভাবে ব্যবহৃত হয়। সাধারণত কোন সমষ্টির জনগণের আর্থসামাজিক উন্নয়নে জনগণ ও সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপই হল সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়ন অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সমষ্টি উন্নয়ন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।
সমষ্টি উন্নয়ন : সমষ্টি উন্নয়ন বলতে কোন সমষ্টির জনগণের যৌথ প্রচেষ্টাকে বুঝানো হয়। এ প্রচেষ্টার লক্ষ্য ও উদ্দেশ্য হল জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করা। এ ধরনের যৌথ প্রচেষ্টায় সরকার ও জনগণ অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ সরকার ও সমষ্টির জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমষ্টির জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধনের জন্য গৃহীত কার্যক্রমই সমষ্টি উন্নয়ন।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী ও সংস্থা সমষ্টি উন্নয়ন সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাঁদের প্রদত্ত উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হল ঃ
জাতিসংঘের সামাজিক কার্যসংস্থায় (UN-social affairs) সমষ্টি উন্নয়নের সংজ্ঞায় বলা হয়েছে, “Community progress for Development is meant a process designed to creat conditions of economic and social he whole community with its active participation and the full posible reliance upon the community nitiative.” অর্থাৎ, সমষ্টি উন্নয়ন বলতে বুঝায় এমন একটি প্রক্রিয়া, যা সমষ্টির জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে
এবং উদ্যোগের উপর পূর্ণ আস্থা রেখে সমগ্র সমষ্টির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।
ড. সালে-এল-দীন-আবাদ সমষ্টি সংগঠনের সংজ্ঞায় বলেছেন, “সমষ্টি উন্নয়ন হল এমন একটি পদ্ধতি, যা জনগণের প্রয়োজনের উপর ভিত্তি করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের জন্য সরকার ও জনগণ যৌথভাবে সম্পদ ব্যবহারের জন্য একত্রিত হয়।”
ডব্লিউ বিডল ও এল.বিডল সমষ্টি উন্নয়নের সংজ্ঞায় বলেছেন, “সমষ্টি উন্নয়ন হল এমন একটি সামাজিক প্রক্রিয়া, যা পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য বিধানের জন্য জনগণকে অধিকতর যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তোলে।” পরিশেষে বলা যায় যে, সমষ্টি উন্নয়ন হল কোন সমষ্টির জনগণের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য সমষ্টি জনগণ ও সরকার কর্তৃক গৃহীত যৌথ প্রচেষ্টা।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, সমষ্টি উন্নয়ন কোন এলাকার দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারা বিশ্বব্যাপী অনুন্নত এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাংলাদেশেও এ পদ্ধতি প্রয়োগ করে জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। তবে সমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্যগুলো উন্নয়ন কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত করতে হবে। তাহলে জনগণের উন্নয়ন সম্ভব হবে।