সমষ্টি উন্নয়নের উপাদানগুলো আলোচনা কর।

অথবা, সমষ্টি উন্নয়নের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, সমষ্টি উন্নয়নের প্রকৃতি আলোচনা কর।
অথবা, সমষ্টি উন্নয়নের মানদণ্ড বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা : সমষ্টি উন্নয়ন ধারণাটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। সমাজকর্মে এ ধারণাটি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণত অনুন্নত এলাকার জনগণের সমস্যাবলি সমাধান করে তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের জন্য সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার নাম সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়ন মূলত অনুন্নত এলাকার জনগণের উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। আবার সমাজকর্মও অনুন্নত ও সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধান করে থাকে। সেজন্য আধুনিক সমাজকর্মে সমষ্টি উন্নয়ন ধারণাটি স্থান লাভ করেছে।
সমষ্টি উন্নয়নের উপাদান : সমষ্টি জনগণের অনুভূত চাহিদা পূরণে সমষ্টি উন্নয়ন অঙ্গীকারাবদ্ধ। কতিপয় উপাদানের সমন্বয়ে সমষ্টি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। নিম্নে এসব উপাদানগুলো আলোচনা করা হল :
১. সমষ্টি (Community) : সমষ্টি হচ্ছে সমষ্টি উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সমষ্টি উন্নয়ন ধারণাটি এসেছে কোন অনুন্নত এলাকার জনসমষ্টির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে। তাই সমষ্টিকে বাদ দিয়ে সমষ্টি উন্নয়ন আশা করা যায় না। কারণ সমষ্টি উন্নয়নের সমস্ত কার্যক্রম সমষ্টিকে ঘিরে আবর্তিত হয়।
২. মৌলিক চাহিদা (Basic Needs) : মৌলিক চাহিদা সমষ্টি উন্নয়নের অন্যতম উপাদান। সাধারণত কোন এলাকার জনসমষ্টির কি কি চাহিদা রয়েছে তার উপর ভিত্তি করেই সমষ্টি উন্নয়ন কার্যক্রম গৃহীত। যদি কোন এলাকার
জনগণের কোন চাহিদা না থাকে তবে সমষ্টি উন্নয়নের দরকার হবে না। তাই মৌলিক চাহিদা সমষ্টি উন্নয়নের অন্যতম উপাদান।
৩. জনগণের অংশগ্রহণ (People’s Participation) : সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান হল জনগণের অংশগ্রহণ । সমষ্টি উন্নয়ন কার্যক্রমে সরকার ও জনগণ যৌথভাবে প্রচেষ্টা চালায়। সরকার শুধু আর্থিক ও কারিগরি সহায়তা দেয় । জনগণ তাদের অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। জন অংশগ্রহণ ছাড়া সমষ্টি উন্নয়ন ফলপ্রসূ হয় না।
৪. বহুমুখী কর্মসূচি (Multipurpose Programme) : সমষ্টি উন্নয়নের লক্ষ্য হল অনুন্নত এলাকার জনগণের আর্থসামাজিক সমস্যার উন্নয়ন ঘটানো। অনুন্নত এলাকার জনগণের বহুমুখী সমস্যা থাকে। এসব বহুমুখী সমস্যা যে কোন একটি কর্মসূচির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তাই এসব অঞ্চলের জনগণের বহুমুখী ও জটিল সমস্যা সমাধানের জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করা হয়। বহুমুখী কর্মসূচির মাধ্যমে জনগণের বহুমুখী সমস্যা সমাধান করা হয়।
৫. স্থানীয় নেতৃত্ব (Local Leadership) : স্থানীয় নেতৃত্ব সমষ্টি উন্নয়নের খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কারণ স্থানীয় নেতৃত্ব ছাড়া সমষ্টি উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ সমষ্টি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য
সরকার শুধু আর্থিক ও কারিগরি সহায়তা দেয়। স্থানীয় জনগণকে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করতে হয়। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্থানীয় নেতৃত্ব। তাই স্থানীয় নেতৃত্ব সৃষ্টি ও বিকাশে সমষ্টি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপসংহার : উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, কোন অনুন্নত এলাকার দরিদ্র ও অবহেলিত জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধনের জন্য সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টার নামই হল সমষ্টি উন্নয়ন। সমষ্টি উন্নয়নের মাধ্যমে কোন এলাকার আর্থসামাজিক উন্নয়ন সাধন করা যায় বলে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে সমষ্টি উন্নয়ন কতকগুলো উপাদানের সমন্বয়ে গঠিত। এসব উপাদানের মাধ্যমে যদি সমষ্টি উন্নয়ন কর্মসূচি গৃহীত ও বাস্তবায়িত হয় তাহলে জনগণের ভাগ্যন্নোয়ন সম্ভব

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/