অথবা, সমাধান ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
অথবা, কী কী লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ নিয়ে সমাধান ব্যবস্থা পরিচালিত।
উত্তর৷ ভূমিকা : ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাধান ব্যবস্থায় কতকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য বিদ্যমান রয়েছে। এসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সমাধান ব্যবস্থা আবর্তিত হয়। অর্থাৎ সমাধান ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সাহায্যার্থীর সমস্যা মোকাবিলা করা সম্ভব হয়। এ প্রসঙ্গে Gordon Hamilton বলেছেন,
“The goal of treatment case work is to stabilize or to improve the functioning of the client in terms of social adaption or and outer force.” অর্থাৎ, সাহায্যার্থীর সামাজিক উপযোজন ও সামঞ্জস্য বিধান বিশেষ করে সাহায্যার্থীর বাহ্যিক ও অভ্যন্তরীণ শক্তির মধ্যে ভারসাম্য আনয়ন কার্যক্রমের উন্নয়ন ও স্থায়িত্ব সাধন ব্যক্তি সমাজকর্মের সমাধান ব্যবস্থার লক্ষ্য।
সমাধান ন ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য : নিম্নে সমাধান ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করা হলো :
১. মনোসামাজিক অক্ষমতা দূর করা : সমাধান ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো সাহায্যার্থীর মনোসামাজিক অক্ষমতা
বা সমস্যা দূর করা। ব্যক্তির মনস্তাত্ত্বিক এ সামাজিক দুর্বলতা দূর করার লক্ষ্যে সমাধান ব্যবস্থায় সমাজকর্মী বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেন।
২. উপযোজনে সহায়তা : ব্যক্তি মনোসামাজিক অক্ষমতা বা অন্য কোন সমস্যার কারণে উপযোজন ক্ষমতা হারাতে
পারে। এক্ষেত্রে সমাধান ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিকে সামঞ্জস্য বিধানে সহায়তা করা এর অন্যতম লক্ষ্য।
৩. ব্যক্তির সামাজিক ক্ষমতার পুনরুদ্ধার : সমাধান ব্যবস্থার আরেকটি লক্ষ্য হলো ব্যক্তির সামাজিক ক্ষমতার পুনরুদ্ধার ও উন্নয়ন সাধন করা। সামাজিক ক্ষমতা পুনরুদ্ধারের পথে প্রতিবন্ধকতা দূরীকরণে রয়েছে এর বিভিন্ন
কলাকৌশল।
৪. আচরণ ও মনোভাবের পরিবর্তন : ব্যক্তির সমস্যা সমাধানে তার আচরণ ও মনোভাবের পরিবর্তন অত্যাবশ্যক। সাহায্যার্থীর আচরণ অস্বাভাবিক ও দৃষ্টিভঙ্গির অজ্ঞতা পরিবর্তনের জন্য সমাধান ব্যবস্থায় পদ্ধতি প্রয়োগ করা হয়।
৫. পরিবারের সদস্যদের অসুস্থতা দূর করা : Gordon Hamilton বলেছেন, “পরিবারের বেশকিছু সদস্যের প্রতি যারা নিজের পক্ষ থেকে এবং একের সাথে অন্যের ক্ষেত্রে অসুস্থ তাদের সুস্থতা আনয়ন করা।” এটি সমাধান ব্যবস্থার অন্যতম লক্ষ্য।
৬. সামাজিক পরিবর্তন আনয়ন : সামাজিক পরিবর্তন আনয়নের মাধ্যমে ব্যক্তির পরিবর্তন সম্ভব। এর ফলে ব্যক্তি তার ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হয়। সামাজিক পরিবর্তনের প্রভাব ব্যক্তির উপর বর্তায় বিধায় এটি সমাধান ব্যবস্থার অন্যতম লক্ষ্য।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ায় সমাধান ব্যবস্থায় উপর্যুক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বিদ্যমান রয়েছে। এসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সমাধান ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে।


