উত্তর ঃ ভূমিকা ঃ বর্তমান বিশ্বের অনেক দেশেই নাগরিকদের জীবনমান উন্নতকরণের নিমিত্তে আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা গৃহীত হচ্ছে। উন্নত দেশসমূহে সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জোর প্রচেষ্টা গ্রহণ করছে। এ উদ্দেশ্যে এ সমস্ত দেশসমূহ শিক্ষা, স্বাস্থ্য সুবিধা অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এবং একটি দৃঢ় অর্থনীতি অর্জনে ও দক্ষ কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গঠনে চেষ্টা করে চলছে। আর এ ধরনের উন্নয়নমুখী
প্রশাসনকে বলা হয় উন্নয়ন প্রশাসন।
→ উন্নয়ন প্রশাসন ঃ উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা উন্নয়নশীল দেশগুলোকে জাতীয় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। তাছাড়া একটি দেশের বিভিন্ন সমস্যা অত্যন্ত দক্ষতার সাথে সমাধান করে চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জনসেবাকে আরো কার্যকরী ও গতিশীল করার পথকে সুগম করে দেয়।
উন্নয়ন প্রশাসন বলতে সরকারের ভূমিকা সম্প্রসারণ ও গুরুত্ব প্রদান যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর প্রভাব বিস্তার করে। উন্নয়ন প্রশাসনের সংগায় সর্বক্ষেত্রে একটি পরিকল্পিত পরিবর্তনের সাথে সম্পৃক্ত করেছেন উন্নয়ন প্রশাসন অর্থনীতিতে পরিকল্পিত পরিবর্তন যা কৃষি অথবা অবকাঠামোগত মূলধনের সমর্থন যোগায় বিশেষ করে শিক্ষা ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে সেবাসমূহ সম্প্রসারণ ঘটায়। John Montgomery এর ভাষায়- সহজ কথায় উন্নয়ন হলো সামাজিক যা আকাঙ্ক্ষিত সাধারণভাবে পরিকল্পিত আর সরকারি কার্যক্রম দ্বারা প্রভাবিত আর উন্নয়নমুখী লক্ষ্য অর্জনের জন্য মানবিক ও বস্তুগত সম্পদকে কাজে লাগানোর প্রয়াসেই জন্মলাভ করে উন্নয়ন সংক্রান্ত ধারণা।
Dr. Afroza বলেন, উন্নয়ন প্রশাসন প্রাথমিকভাবে সমাজ পরিবর্তনে লোক প্রশাসন ব্যবস্থাকে গুরুত্ব দেয়। এর
লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনে ভূমিকা পালন করা।
উপসংহার. পরিশেষে বলা যায়, স্বতন্ত্র লক্ষ্য অর্জনের জন্য দক্ষ প্রশাসন ব্যবস্থাই হলো উন্নয়নমুখী প্রশাসন। উন্নয়নমুখী প্রশাসনকে দুটি দিক থেকে পর্যবেক্ষণ করা হয় – প্রথমত, উন্নয়নমূলক কার্যসূচির প্রশাসন ও প্রশাসনের
উন্নয়ন । দ্বিতীয়ত, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধি এর আওতায় থাকে ।