সফল সাক্ষাৎকারের শর্তাবলি কী?

অথবা, সাক্ষাৎকার গ্রহণের প্রস্তুতি সম্পর্কে আলোকপাত কর।
অথবা, সফল সাক্ষাৎকারের পূর্বশর্ত কী?
অথবা, একটি উত্তম সাক্ষাৎকারের কী শর্তাবলি রয়েছে?
অথবা, সাক্ষাৎকারকে সফল করার জন্য বিবেচ্য বিষয়গুলো কী কী?
অথবা, উত্তম সাক্ষাৎকারের শর্তাবলি লিখ।
উত্তর৷৷ ভূমিকা :
দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পূর্ব নির্ধারিত সুনির্দিষ্ট উদ্দেশ্যে সমাযোজন স্থাপনের মাধ্যমে ঘটিত পেশাগত কথোপকথনই হলো সাক্ষাৎকার। সমাজকর্মে সাহায্যার্থীর সম্পর্কে মনোসামাজিক অনুধ্যান, সমস্যার কারণ নির্ণয় ও সমাধানের লক্ষ্যে সাহায্যার্থী সম্পর্কে তথ্যসংগ্রহের প্রয়োজন পড়ে। এ তথ্যসংগ্রহের উদ্দেশ্যে সাহায্যার্থী ও সমাজকর্মীর মধ্যে অনুষ্ঠিত পেশাগত আলাপ-আলোচনাই সাক্ষাৎকার।
সফল সাক্ষাৎকারের শর্তাবলি /সাক্ষাৎকার গ্রহণের প্রস্তুতি : যে কোনো সাক্ষাৎকার পূর্বপরিকল্পনা অনুসারে সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়। তাড়াহুড়া করে সাক্ষাৎকার গ্রহণ করলে তা অভীষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সমাজকর্মী নিম্নলিখিত প্রশ্নের আলোকে সাক্ষাৎকার প্রস্তুতি গ্রহণ করলে এ ব্যর্থতা এড়ানো সম্ভব।
এগুলো হলো :
১. সাহায্যার্থীর সাথে সাক্ষাৎ করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি?
২. চিহ্নিত লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সাক্ষাৎকারের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ?
৩. সাক্ষাৎকার কি টেলিফোনে না মুখোমুখি অনুষ্ঠিত হবে এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে না পরিবার বা দলের সাথে একত্রে বসতে হবে।
৪. সাক্ষাৎকার গ্রহণকালে কার বা কাদের উপস্থিতি অপরিহার্য।
৫. অন্য কোনো ব্যক্তি বা পেশাদার ব্যক্তির উপস্থিতির প্রয়োজন আছে কি না? অন্যদের থাকার প্রয়োজন তা কি উদ্দেশ্যে?
৬. কখন, কোথায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে?
৭. সমাজকর্মী কতটা সময় সাক্ষাৎকার দিতে পারবেন?
৮. সাক্ষাৎকার গ্রহণকালে কি কি কাজ সম্পাদন করতে হবে?
৯. সাক্ষাৎকারের মাধ্যমে কি সিদ্ধান্তে উপনীত হওয়া প্রয়োজন?
১০. সার্বিক লক্ষ্য অর্জনের জন্য সাক্ষাৎকার গ্রহণকালে কি কি কৌশল অবলম্বন অপরিহার্য?
১১. সাক্ষাৎকার প্রস্তুতির জন্য সাহায্যার্থী পরিবার ও সামাজিক পরিবেশের কোন কোন উপাদান সংশ্লিষ্ট ও বিবেচনাযোগ্য?
১২. সাহায্যার্থীর আবেগজনিত ও মানসিক কোন কোন দিক সাক্ষাৎকার গ্রহণ ক্ষেত্রে বিবেচনায় আনা উচিত?
১৩. সাহায্যার্থীর দৈহিক দিকের বিবেচ্য বিষয়সমূহ?
১৪. সংস্থার জন্য কোন কোন বিষয় লিপিবদ্ধ করা প্রয়োজন?
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, যখন একজন সমাজকর্মী একজন সাহায্যার্থীর সাথে মিলিত হন,তখন সাক্ষাৎকার, সম্পর্ক, সমস্যা সমাধানে কৌশল এবং সম্ভবত সামাজিক সম্পদের ব্যবহার একই সাথে ঘটে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a8/