ক-বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাজার বলতে কি বুঝ?
উত্তর : অর্থনীতিতে বাজার বলতে কোন স্থানকে বুঝায় না বরং ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ।প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট দামে দ্রব্যের ক্রয়-বিক্রয় করাকে বুঝায়।
২. অপূর্ণ প্রতিযোগতামূলক বাজার কি?
উত্তর : যে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আংশিক প্রতিযোগিতা বিদ্যমান তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
৩. একচেটিয়া বাজার কাকে বলে?
উত্তরঃ যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে।
৪. যেসব দ্রব্যের ক্রয়-বিক্রয় একটি বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কি বাজার বলে?
উত্তরঃ স্থানীয় বাজার।
৫. একচেটিয়া বাজারে গড় আয় রেখা সব সময় কেমন হয়?
উত্তর: ডানদিকে নিম্নগামী।
৬. একচেটিয়া বাজারে MR রেখা AR রেখার সম্পর্ক কেমন হয়?
উত্তর : MR রেখা AR রেখার নীচে অবস্থান করে/ নিম্নগামী হয়।
৭. কোন ধরনের বাজারে AR ও MR রেখা ডানদিকে নিম্নগামী?
উত্তর: একচেটিয়া বাজারে।
৮. একক বিক্রেতার বাজারকে কি নামে অভিহিত করা হয়?
উত্তর: একক বিক্রেতার বাজারকে একচেটিয়া বাজার বলা হয়।
৯. একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কোনটি?
উত্তর : MC = MR
১০. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় ধরনের ও কি কি?
উত্তরঃ দুই ধরনের। যথাঃ
(১) পূর্ণ প্রতিযোগিতামূলক ও
(২) অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
১১. একক বিক্রেতার বাজারকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: একচেটিয়ামূলক বাজার।
১২. আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার কয় ধরনের?
উত্তর: তিন ধরনের।
১৩. একচেটিয়া বাজারে চাহিদা রেখা কোনটি?
উত্তরঃ AR রেখাকে চাহিদা রেখা বলে।
১৪. শিল্প কি?
উত্তরঃ একই দ্রব্য বা সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে ক্রিয়াশীল সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে।
১৫. ফার্মের সংজ্ঞা দাও।
উত্তরঃ কোন পণ্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
১৬. স্বল্পকালে ফার্ম সাধারণত কত ধরণের মুনাফার সম্মুখীন হয়?
উত্তরঃ তিন ধরণের।
১৭. ফার্মের ভারসাম্যের দুটো শর্ত কি?
উত্তরঃ (১) প্রয়োজনীয় শত: MR MC (২) পর্যাপ্তশর্ত: MC রেখার ঢাল > MR রেখার ঢাল।
১৮. কোন বাজার কাঠামোতে AR > MR হয়?
উত্তরঃ অপূর্ণপ্রতিযোগিতার বাজারে।
১৯. P = AR > MR শর্তটি কোন বাজারের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তর: একচেটিয়া বাজার।
২০. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি?
উত্তরঃ যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে, তা কোন ধরনের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
২১. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের শর্ত কোনটি?
উত্তর : P = MR = MC.
২২. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বত্র কয়টি দাম বিদ্যমান থাকে? অথবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দাম নির্ধারত হয়।
উত্তর: একটি দাম।
২৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের প্রচন্ড ঘাত-প্রতিঘাতের মাধ্যমেই সাধারণত দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয়।
২৪. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে ফার্ম কোন ধরনের মুনাফা অর্জন করে?
উত্তর: স্বাভাবিক মুনাফা।
২৫. কোন ফার্মকে দাম গ্রহণকারী বলা হয়?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগী ফার্ম।
২৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত কয়টি?
অথবা, একচেটিয়া বাজারের ভারসাম্যের শর্ত কয়টি ও কি কি?
উত্তরঃ পূণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত হলো দু’টিঃ
(ক) প্রান্তিক ব্যয় প্রান্তিক আয়ের সমান হবে।
(খ) প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে।
২৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলি কেমন হয়?
উত্তরঃ সমজাতীয় বা একই গুণসম্পন্ন।
২৮. কোন ধরনের বাজারে ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে? ।
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে।
২৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদার স্থিতিস্থাপকতা কেমন হয়?
উত্তর: সম্পূর্ণ স্থিতিস্থাপক।
৩০. কোন বাজারে দ্রব্যের চাহিলা, যোগান, দাম ইত্যাদি সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার পূর্ণ ধারণা থাকে?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে।
৩১. যোগানের চেয়ে চাহিদা বেশি হলে কি হয়?
উত্তর: দাম উর্ধ্বগামী হয়।
৩২. কোন দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদা ও যোগানের কি রকম ভূমিকা থাকে?
উত্তরঃ চাহিদা ও যোগান সমান হতে হবে।
৩৩. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের দ্রব্যগুলো কিরূপ হয়?
উত্তর: সমজাতীয় দ্রব্য।
৩৪. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে Shout down point কোনটি?
উত্তর: যখন P = AVC হয়।
৩৫. মোট আয় কি?
উত্তরঃ কোন উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকে মোট আয় বলে।
৩৬. গড় আয় কি?
উত্তর: কোন ফার্মের মোট বিক্রয়লব্ধ অর্থ বা আয়কে বিক্রীত দ্রব্যের মোট পরিমাণ দ্বারা ভাগ করলে, তাকে গড় আয় বলে।
৩৭. গড় আয়ের সূত্রটি লিখ?
উত্তর: গড় আয়=মোট আয় ÷ বিক্রয়ের মোট পরিমাণের।
৩৮. প্রান্তিক আয় কি?
উত্তর: কোন দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায়, তাকে প্রান্তিক আয় বলে।
৩১. প্রাপ্তিক আয়ের সূত্রটি লিখ।
উত্তর: প্রান্তিক আয় =মোট আয়ের পরিবর্তন ÷বিক্রয়ের পরিমাণের পরিবর্তন।
৪০ পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা কিরূপ হবে?
উত্তরঃ শূন্য হতে শুরু হয়ে ডানদিকে উর্ধ্বগামী হবে।
৪১. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখার আকৃতি কিরূপ হবে?
উত্তরঃ ভূমি অক্ষের সমান্তরাল হবে।
৪২. নীট মুনাফা কিভাবে বের করা হয়?
উত্তরঃ নীট মুনাফা = মোট মুনাফা অপ্রকাশিত বায়।
৪৩. উৎপাদন বন্ধের বিন্দু বলতে কি বুঝ?
উত্তরঃ যে বিন্দুতে ফার্মের AVC উঠে আসে কিন্তু AFC উঠে আসেনা সেই বিন্দুকে Shut down point বা উৎপাদন বন্ধের বিন্দু বলে। এক্ষেত্রে P= AVC হয়।
৪৪. সমচ্ছেদ বিন্দু বলতে কি বুঝ?
উত্তরঃ সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা স্থান, যেখানে মোট বিক্রয় মোট ব্যয়ের সমান।
৪৫. পূর্ণপ্রতিযোগিতামুলক বাজারে ফার্মের যোগান রেখা কোনটি?
উত্তর: AVC এর উপরে ফার্মের MC রেখার অংশ।
৪৬. একচেটিয়া কারবারে গড় আয় রেখা ডানদিকে নিম্নেগামী হয় কেন?
উত্তর: একাচেটিয়া কারবারে দ্রব্যের চাহিদা সম্পূর্ন স্থিতিস্থাপক হয় না। সেজন্য AR রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়।
৪৭. অলিগোপলী বাজার সংক্রান্ত তিনটি মডেল এর নাম লিখ।
উত্তরঃ খোলা, বিশুদ্ধ, আংশিক।
৪৮. অলিগোপলী শিল্পে ফার্মের প্রবেশ বাঁধা আছে কি?
উত্তর : অছে।
৪৯. পূর্ণ প্রতিযোগিতায় কেন AR = MR হয়?
উত্তর: কেননা ক্রেতা বা বিক্রেতা কেউ দামের উপর পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে না।
৫০. কোন বাজারে AR = MR = P হয়?
উত্তর: পূর্ণপ্রতিযোগীতামূলক বাজারে।
৫০. অস্বাভাবিক মুনাফা কি?
উত্তরঃ যদি ফার্মের একক প্রতি উৎপাদন খরচ অপেক্ষা একক প্রতি আয় বেশি হয় তাহলে একটি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে।
৫১. স্বল্পকাল কি?
উত্তরঃ যে সময় কয়েক ঘন্টা থেকে কয়েক মাস পর্যন্ত হয় তাই স্বল্পকাল।
৫২. মুনাফা কি?
উত্তর: উদ্যোক্তা তার কর্মদক্ষতাও ঝুঁকি বহনের পুরস্কার হিসেবে যে অর্থ পেয়ে থাকে, তাকে মুনাফা বলে।
৫৩. স্বাভাবিক মুনাফা কি?
অথবা, শূন্য মুনাফা কি?
উত্তরঃ যে ন্যূনতম পারিশ্রমিক উদ্যোক্তাকে না দিলে তাকে উৎপাদন কাজে নিয়োজিত রাখা সম্ভব নয়, তাকে
স্বাভাবিক মুনাফা বলে।
৫৪. অপূর্ণ প্রতিযোগতামূলক বাজার কি?
উত্তর: যে বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আংশিক প্রতিযোগিতা বিদ্যমান তাকে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
৫৫. একচেটিয়া বাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে একজন মাত্র বিক্রেতা দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে তাকে একচেটিয়া বাজার বলে।
৫৬. একচেটিয়া বাজারের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ একচেটিয়অ বাজারের দুটি বৈশিষ্ট। নিম্নরূপ-
১. অসংখ্য ক্রেতা: একচেটিয়া বাজারে বিক্রেতার সংখ্যা একজন হলেও ক্রেতার সংখ্যা অনেক।
২. বিজ্ঞাপন খরচ: একচেটিয়া বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না
৫৭. প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার কি?
উত্তর : যে বাজারে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে, তাকে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে।
৫৮. একচেটিয়া বাজারে গড় আয় রেখা সব সময় কেমন হয়?
উত্তর: ডানদিকে নিম্নগামী।
৫৯. একচেটিয়া বাজারের ইংরেজী প্রতিশব্দ কোনটি?
উত্তর: Monopoly.
৬০. Monopoly শব্দ কোনটি?
উত্তর: একচেটিয়া।
৬১. একচেটিয়া ক্ষমতা কি?
উত্তরঃ দ্রব্যের দাম নির্ধারণ ও উৎপাদন নীতির ক্ষেত্রে উৎপাদক বা বিক্রেতার স্বেচ্ছাধীন ক্ষমতা কিরকম আছে তাই হলো একচেটিয়া ক্ষমতা।
৬২. একচেটিয়া কারবারে চাহিদা রেখা কেমন হয়? অথবা, একচেটিয়া বাজারে চাহিদা রেখা কেমন?
উত্তরঃ ডানদিকে নিম্নগামী হয়।
৬৩. মৃতভার ক্ষতি (Dead-weight loss) কি?
উত্তর: একচেটিয়া বাজারে কারবারে দাম প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া কারবারে ভোগ উদ্বৃত্ত যতটা হারিয়ে যায়, তার চেয়ে উৎপাদকের উদ্বৃত্ত প্রাপ্তি কম হলে সমাজের যে নিট ক্ষতি হয়, সেই নিট ক্ষতিকে মৃতভার ক্ষতি বলে।
৬৪. একচেটিয়া কারবারের মৃতভার ক্ষতি বলতে কি বুঝ?
উত্তরঃ মৃতভার ক্ষতি বলতে ভোক্তার উদ্বৃত্তের নীট হ্রাস এবং উৎপাদকের উদ্বৃত্তের নীট হ্রাস পাওয়াকে বুঝায়।
৬৫. একচেটিয়া বাজারে MR রেখা AR রেখার সম্পর্ক কেমন হয়?
উত্তর : MR রেখা AR রেখার নীচে অবস্থান করে/ নিম্নগামী হয়।
৬৬. কোন ধরনের বাজারে AR ও MR রেখা ডানদিকে নিম্নগামী?
উত্তর : একচেটিয়া বাজারে।
৬৭. একচেটিয়া বাজারে দ্রব্যের দামের নিয়ন্ত্রণ কে করে?
উত্তর: বিক্রেতা।
৬৮. একক বিক্রেতার বাজারকে কি নামে অভিহিত করা হয়?
উত্তরঃ একক বিক্রেতার বাজারকে একচেটিয়া বাজার বলা হয়।
৬৯. একচেটিয়া বাজারে বিক্রেতা কি ধরনের মুনাফা অর্জন করে?
উত্তর: অস্বাভাবিক মুনাফা।
৭০. একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কোনটি?
উত্তর: MC = MR
৭১. কোন বাজারে দ্রব্যের যোগান রেখা পাওয়া যায় না?
উত্তর: একচেটিয়া বাজারে।
৭২. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় ধরনের ও কি কি?
উত্তরঃ দুই ধরনের। যথাঃ (১) পূর্ণ প্রতিযোগিতামূলক ও (২) অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
৭৩. একক বিক্রেতার বাজারকে কী নামে অভিহিত করা হয়?
উত্তরঃ একচেটিয়ামূলক বাজার।
৭৪. একচেটিয়া বাজারে ক্রেতার সংখ্যা কত থাকে?
উত্তরঃ একচেটিয়া বাজারে অসংখ্য ক্রেতা থাকে।
৭৫. কোন বাজারে যোগান যোগান রেখা নেই?
উত্তর: একচেটিয়া বজারে।
৭৬. কোন বাজারে নতুন ফার্মের অবাধ স্বাধীনতা নেই?
উত্তর: একচেটিয়া বাজার।
৭৭. একচেটিয়া বাজারে সর্বত্র দাম কি রূপ হয়?
উত্তরঃ ভিন্ন ভিন্ন হয়।
৭৮. একচেটিয়া বাজারে চাহিদা রেখা কোনটি?
উত্তরঃ AR রেখাকে চাহিদা রেখা বলে।
৭৯. কোন বাজার কাঠামোতে AR > MR হয়?
উত্তর: অপূর্ণপ্রতিযোগিতার বাজারে।
৮০. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
উত্তরঃ যখন কোন বাজারে বহুসংখ্যক বিক্রেতা একই জাতীয় বা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে তখন তাকে ‘একচেটিয়া প্রতিযোগিতামূলক’ বাজার বলা হয়
৮১. বিজ্ঞাপন খরচ কি?
উত্তরঃ পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য একটি ফার্মকে যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বিজ্ঞাপন খরচ বলে।
৮২. বিক্রয় খরচ কি?
উত্তর: একচেটিয়ামূলক প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম তাদের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিজ্ঞাপনসহ অন্যান্য যে ব্যয় করে থাকে তাকে সামগ্রিকভাবে বিক্রয় খরচ বলে।
৮৩. কোন বাজারে বিজ্ঞাপন প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়?
উত্তর: অলিগোপলী ব্যাজারে।
৮৪. মনোপসনি বাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে শুধুমাত্র একজন ক্রেতা কিন্তু অনেক বিক্রেতা থাকে তাকে মনোপসনি বাজার বলে।
৮৫. একচেটিয়ামূলক প্রতিযোগতিা বাজারে কয়জন বিক্রেতা থাকে?
উত্তর: কয়েকজন।
৮৬. দ্রব্য পৃথকীকরণ কি?
উত্তরঃ বিভিন্ন ফার্ম যখন একই জাতীয় দ্রব্যকে বিভিন্ন রং ডিজাইন, লেবেল, ট্রেকমার্ক প্রভৃতির মাধ্যমে যে কৃত্রিম পার্থক্য সৃষ্টি করে তাকে দ্রব্য পৃথকীকরণ বলে।
৮৭. প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার কি?
উত্তর : যে বাজারে পূর্ণ ‘প্রতিযোগিতা ও একচেটিয়া কারবারের বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে, তাকে প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার বলে।
খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?
পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লিখ।
পূর্ণ প্রতিযোগিতা ও অপূর্ণ প্রতিযোগতামূলক বাজারের পার্থক্য আলোচনা কর।
প্লান্ট, ফার্ম ও শিল্প বলতে কি বুঝ?
ফার্ম ও প্লান্টের মধ্যে পার্থক্য কি?
কেন গড় আয় রেখাকে একচেটিয়া ফার্মের চাহিদা রেখা বলা হয়?
গ বিভাগ রচনামূলক প্রশ্ন
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
ক্রমহ্রাসমান ব্যয় পরিস্থিতিতে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের ভারসাম্য হতে পারে কি?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন অবস্থায় একটি ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যায়?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের Shut down Point বা উৎপাদন বন্ধের বিন্দু নির্দেশ করে?
MC = MR শুধু প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত বর্ত নয়- ব্যাখ্যা কর।
মোট আয় (TR) ও মোট ব্যয় (IC) রেখার দ্বারা ফার্মের ভারসাম্য বিশ্লেষণ কর।
একচেটিয়া বাজার কি? একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়?