সপ্তম অধ্যায়,পরীক্ষণের প্রতিবেদন লিখন

ক বিভাগ

প্রতিবেদন কী?
উত্তর : সমাজের মানুষের কাছে গবেষণামূলক ফলাফল বা চূড়ান্ত রিপোর্ট পৌঁছে দেয়াই হচ্ছে প্রতিবেদন।
প্রতিবেদন লিখন বা গবেষণা প্রতিবেদন কী?
উত্তর : কোন সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে সরেজমিনে তথ্যানুসন্ধানের পর সংগৃহীত তথ্যাবলির সংক্ষিপ্ত ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনই হলো প্রতিবেদন লিখন বা গবেষণা প্রতিবেদন।
শিরোনাম বা Title Page এ কয়টি উপাদন থাকতে হবে?
উত্তর : শিরোনাম বা Title Page এ তিনটি উপাদান থাকতে হবে।
শিরোনাম বা Title কত শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়?
উত্তর : শিরোনাম বা Title ১২-১৫ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
শিরোনামের কোথায় Running Head লিখতে হবে?
উত্তর : শিরোনামের ডানদিকের কোণায় Running Head লিখতে হবে।
প্রতিবেদনের ফলাফল কয়ভাবে উপস্থাপন করা যায় ও কী কী?
উত্তর : প্রতিবেদনের ফলাফল দুইভাবে উপস্থাপন করা যায়। যথা: ১. ছকের সাহায্যে ও ২. গ্রাফের সাহায্যে।
গবেষণা প্রতিবেদনের ধরন কয়টি ও কী কী?
উত্তর : গবেষণা প্রতিবেদনের ধরন তিনটি
যথা : ১. বিশদ বা বিস্তৃত প্রতিবেদন।
২. মাঝারি আকারের প্রতিবেদন ও
৩. সংক্ষিপ্ত আকারের প্রতিবেদন।
গবেষণা প্রতিবেদনের কাঠামো বা উপাদান কয়টি ও কী কী?
উত্তর : গবেষণা প্রতিবেদনের কাঠামো বা উপাদান তিনটি। যথা: ক. প্রারম্ভিক বিষয়াবলি, খ. মূল বিষয়াবলি ও গ. সহায়ক বিষয়াবলি।
একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন কোন মনোবিজ্ঞানী?
উত্তর : একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন মনোবিজ্ঞানী হ্যানস রাজ (Hans Raj. 1979)।
তথ্যের জরিপ কয়টি কারণে অনুভব করা হয়?
উত্তর : তথ্যের জরিপ তিনটি কারণে অনুভব করা হয়।

খ বিভাগ

প্রশ্ন।।১৷৷ পরীক্ষণ প্রতিবেদন পদ্ধতি বলতে কী বুঝ?
প্রশ্ন।।২।। একটি পরীক্ষণ পরিকল্পনার ধাপগুলো লিখ।
প্রশ্ন।।৩।। প্রতিবেদন লিখনের বিষয়বস্তুগুলো কী কী?
প্রশ্ন।।৪।। পরীক্ষণের প্রতিবেদন লিখনের বিষয়বস্তুগুলো লিখ।
প্রশ্ন।।৫।। পরীক্ষণের গবেষণায় প্রতিবেদনের উপাদানগুলো কী কী?
প্রশ্ন।।৬।। পরীক্ষণের গবেষণায় ব্যবহৃত কার্যকরী নক্শা উপস্থাপন কর।
প্রশ্ন॥৭॥ একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলো লিখ।

গ বিভাগ

প্রশ্ন।।১।। পরীক্ষণে প্রতিবেদন লেখার ধাপসমূহ বর্ণনা কর।
প্রশ্ন।।২।। একটি পরীক্ষণ পরিকল্পনার বিভিন্ন ধাপ আলোচনা কর।
প্রশ্ন।।৩।। গবেষণা প্রতিবেদন কী? প্রতিবেদন লিখনের বিবেচ্য বিষয় এবং প্রচলিত রীতিনীতি আলোচনা কর।
প্রশ্ন।।৪।। গবেষণা প্রতিবেদন কী? গবেষণা প্রতিবেদনের কাঠামো এবং গবেষণায় ব্যবহৃত নক্শা উপস্থাপন কর।
প্রশ্ন।।৫।। একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।