অথবা, ইবনে সিনার সত্তা সম্পর্কিত আলোচনায় মুতাজিলা সম্প্রদায়ের সাদৃশ্য কোথায়? সংক্ষেপে লেখ।
অথবা, সত্তা সম্পর্কে ইবনে সিনা ও মুতাজিলাদের মতবাদের তুলনা কর।
অথবা, ইবনে সিনার সত্তা সম্পর্কিত আলোচনায় মুতাজিলা সম্প্রদায়ের কী সাদৃশ্য রয়েছে সংক্ষেপে লেখ।
উত্তর৷ ভূমিকা : মুসলিম দর্শনে অন্যতম শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ হলেন ইবনে সিনা। অপরাপর মুসলিম চিন্তাবিদদের মতো তিনিও সত্তা সম্পর্কে আলোচনা করেছেন। তিনি আধ্যাত্মিক সত্তা হিসেবে আল্লাহকে শ্রেষ্ঠতম বলে অভিহিত করেছেন। তার মতে, আত্মার জড়াত্মক ও আধ্যাত্মিক উভয় প্রকার শক্তির সমন্বয় সাধিত হয়েছে। তার সত্তা সম্পর্কিত মতবাদের সাথে বুদ্ধিবাদী মুতাজিলা সম্প্রদায়ের সাদৃশ্য রয়েছে।
সত্তা সম্পর্কে ইবনে সিনা ও মুতাজিলা মতবাদের তুলনামূলক আলোচনা : ইবনে সিনার মতে, প্রত্যেক সত্তা তা সে ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন তার অস্তিত্ব লাভ করে আল্লাহর মাধ্যমে। তিনি বলেন জগতে যেমন ভালো আছে, তেমনি মন্দও আছে। কিন্তু মন্দ আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে সীমিত করে না। এটা সসীম জগতের জন্য অপরিহার্য। আল্লাহর দিক দিয়ে এটি একটি অনস্তিত্বশীল সত্তা। কিন্তু জগতের সসীম জীবনের প্রেক্ষাপটে মন্দ একটি অপরিহার্য মৌল বিষয়।
ইবনে সিনা বলেন, “জগতে যদি অকল্যাণ বা মন্দ না থাকতো তবে সম্ভবত সেটাই হতো আমাদের অকল্যাণ ।” ইবনে সিনার উপর্যুক্ত মতবাদের সাথে মুতাজিলা সম্প্রদায়ের মতবাদের সাদৃশ্য রয়েছে। মুতাজিলাদের মতো তিনিও বলেছেন, আল্লাহ কোন অন্যায় বা অমঙ্গল করতে পারে না বা করেন না। মুতাজিলা চিন্তাবিদরা মনে করেন, কোন অন্যায় বা অমঙ্গল কাজ করা আল্লাহর স্বভাব বা প্রকৃতি বিরুদ্ধ। ইবনে সিনা মুতাজিলাদের এ মতবাদের আরো এক ধাপ এগিয়ে বলেন, ন্যায়-অন্যায়, মঙ্গল-অমঙ্গল কাজ করার সম্পূর্ণ শক্তি থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাঁর প্রকৃতি বা স্বভাববিরোধী কাজ করেন না বা করতে পারেন না। ফলে সত্তা সম্পর্কিত মুতাজিলা ও ইবনে সিনার মতবাদে সাদৃশ্য বিদ্যমান। ইবনে সিনা ও মুতাজিলা সম্প্রদায়ের দার্শনিক উভয় পক্ষই আল্লাহর অস্তিত্বের অনিবার্যতার পাশাপাশি মন্দের তথা আল্লাহর সৃষ্টির অনিবার্যতার কথাও স্বীকার করেছেন।
উপসংহার : উপরোক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি, ইবনে সিনা ও মুতাজিলা সম্প্রদায় একই বিষয়ে আলোচনা করেছেন। ইবনে সিনার পূর্বে মুতাজিলা দার্শনিকগণ সত্তা তাত্ত্বিক আলোচনায় যে অগ্রগতি সাধন করেছিলেন ইবনে সিনা তারই ধারাবাহিকতায় এ সম্পর্কে আলোচনা করে সমৃদ্ধি এনে দেন।.