অথবা, সংস্কৃতি বিন্যাসের ক্ষেত্রে লোকাচার-এর গুরুত্ব কতটুকু?
অথবা, সংস্কৃতি বিন্যাসে লোকাচার কী ভূমিকা পালন করে?
অথবা, লোকাচার Folkway বা এর ভূমিকা আলোচনা কর।
উত্তরা৷ ভূমিকা : সমাজবিজ্ঞানী Sumner কোন সমাজের সংস্কৃতিকে বিন্যাস করতে গিয়ে Normative value কে তাঁর ‘Folkways’ গ্রন্থে দুভাগে বিভক্ত করেছেন। একটি হলো সাধারণ পালনীয় রীতি এবং অন্যটি হলো অবশ্য পালনীয় রীতি।
সাধারণ পালনীয় রীতি : সমাজবিজ্ঞানী উইলিয়াম গ্রাহাম সামনার সাধারণ পালনীয় রীতি বা Folkways সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, “Faolways are customary ways of behaving and acting whichbarise automatically with in a group to meet the problems of living. They are the customs conventions and usages which have been passed drown from previous generations and to whichbnew elements are added as need arises.” সমাজবিজ্ঞানী sumner এর মতে, মানুষ Folkways এর মাধ্যমে নিজেকে পরিবেশের সাথে খাপখাইয়ে নেয়। কিন্তু
মানবেতর প্রাণী ও উদ্ভিদাদি একমাত্র বিবর্তনের মাধ্যমে নতুন পরিবেশের সাথে খাপখাইয়ে নেয়। মানুষের সামাজিক পরিবেশের অন্য নামই হচ্ছে সংস্কৃতি। মানুষের সামাজিক জীবনে এমন কতকগুলো Folkways রয়েছে যা সাধারণভাবে তাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাকে। আদিম সমাজে Folkways এর প্রভাবে অত্যন্ত বেশি, সেখানে মানুষ সামাজিক প্রথাকে অন্ধভাবে মেনে চলে। কিন্তু সভ্যসমাজে মানুষ বিচার বিবেচনার সাথে সাধারণত Folkways পালন করে। জীবনের সকল ক্ষেত্রেই Folkways এর প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ আমেরিকান সমাজে প্রচলিত কতক Folkways এর কথা বলা যায় । যথা : করমর্দন করা, দিনে তিনবার খাওয়া, রাস্তার বামদিকে গাড়ি চালানো, দৈনিক আটঘণ্টা কাজ করা ইত্যাদি।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় যে, Folkwaysগুলো মনুষ্য সমাজের সাংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয়, যা কোন সমাজের প্রকৃত সাংস্কৃতিক চিত্রকে তুলে ধরে।