সংস্কারমুক্তি ছাড়াও সংস্কৃতি হতে পারে, কিন্তু মূল্যবোধ ছাড়া সংস্কৃতি অসম্ভব।”- ব্যাখ্যা কর।

উৎস : ব্যাখ্যেয় অংশটুকু মননশীল প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী রচিত ‘সংস্কৃতি কথা’ শীর্ষক প্রবন্ধের অন্তর্গত।
প্রসঙ্গ : সংস্কৃতি মূলত কী এবং সংস্কার মুক্তির সাথে তার পার্থক্য কোথায় সে প্রসঙ্গে লেখক মন্তব্যটি করেছেন।
বিশ্লেষণ : সংস্কৃতি চায় জীবনকে সুন্দরভাবে বিকশিত করে তুলতে। সংস্কৃতি মুক্তচিন্তার ফসল। প্রথাবদ্ধ চিন্তা বা সংস্কারের আবর্তে তা বন্দী হতে চায় না। তাই অনেকে মনে করে সংস্কারমুক্তিই সংস্কৃতি। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সংস্কারমুক্তি আর সংস্কৃতি এক নয়। সংস্কারমুক্তি সংস্কৃতির একটি শর্তমাত্র, তাও অনিবার্য শর্ত নয়। সংস্কৃতির জন্য যে শর্তটি অনিবার্য তা হলো মূল্যবোধ। সংস্কারমুক্তি ছাড়া সংস্কৃতি হতে পারে কিন্তু মূল্যবোধ ছাড়া সংস্কৃতি হয় না। যে সংস্কৃতির মধ্যে মূল্যবোধ নেই তা কোন সংস্কৃতিই নয়, বরং ক্ষেত্রবিশেষে কুসংস্কারও সে সংস্কৃতির চেয়ে ভালো। যৌন সর্বস্বতার মতো খারাপ দর্শন আর দ্বিতীয়টি নেই । অর্থগৃতাও তেমনি একটি নিকৃষ্ট ব্যাপার। এসব বিষয়ের প্রতি উদার হওয়াকে কেউ কেউ সংস্কারমুক্তি বলে মনে করতে পারেন। কিন্তু এ নব সংস্কারমুক্তির পশ্চাতে কোন মূল্যবোধ নেই। তাই এগুলো আজকাল খুবই কদর্য হয়ে উঠেছে। জীবনের জন্য তা কোন দিক থেকেই কল্যাণকর হতে পারেনি। এ কারণেই মূল্যবোধহীন সংস্কৃতি সংস্কৃতির সংজ্ঞায় পড়ে না। বরং কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে বড় উপভোগ- সংস্কৃতির জন্য এ সংস্কার বেশি প্রয়োজন। এ সংস্কার না জন্মানো পর্যন্ত সংস্কৃতি হয় না। সূক্ষ্ম জীবনবোধের প্রতি যে আকর্ষণ তা থেকেই মূল্যবোধ জন্মায়। সংস্কারমুক্তি থেকে তা জন্মায় না। সুতরাং মূল্যবোধের কোন বিকল্প নেই।
মন্তব্য : সংস্কারমুক্তিই সংস্কৃতি নয়, সংস্কৃতির জন্য প্রয়োজন মূল্যবোধ। সে মূল্যবোধই কালচার্ড মানুষের জন্ম দেয়।

https://topsuggestionbd.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a4/