সংশোধনমূলক কার্যক্রম কাকে বলে?

উত্তর : ভূমিকা ঃ মানুষ অপরাধপ্রবণ। কখনও আবেগের বশে কখনও বা ইচ্ছাকৃতভাবে অপরাধ করে সে। পৃথিবীতে অপরাধীদের ভুলের মাশুল হিসেবে শাস্তি দেবার বিধান প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এতে অপরাধীর কোনো চরিত্রিক পরিবর্তন ঘটে না। উল্টো আরো অপরাধপ্রবণ হবার সম্ভাবনা সৃষ্টি হয়। তাই আধুনিক বিশ্বে ‘অপরাধীদের শাস্তি নয় বরং সংশোধনের মাধ্যমে সমাজ জীবনে পুনর্বাসন সাধন এই ধারণার ভিত্তিতে গড়ে উঠে সংশোধনমূলক কার্যক্রম। জন্মগতভাবে কেউ অপরাধী নয়। বিভিন্ন পরিস্থিতি তার অপরাধী হয়ে উঠার পিছনে কাজ করে। অপরাধীকে পরিবর্তন করতে পারলেই অপরাধের বিস্তার নিশ্চিহ্ন করা সম্ভব। আর এ জন্য প্রয়োজন সংশোধনমূলক কার্যক্রম।
→ সংশোধনমূলক কার্যক্রম ঃ অপরাধ সংশোধনমূলক কার্যক্রম বলতে সেসব সেবামূলক ব্যবস্থার সমষ্টিকে বুঝায়, যাতে অপরাধীকে শাস্তির পরিবর্তে মানবিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অপরাধধর্মী আচরণ ও প্রবণতা দূর করা সম্ভব হয়। অপরাধীকে সংশোধন করে সমাজ জীবনে পুনর্বাসন ও স্বাভাবিক ভূমিকা পালনে সক্ষম করে তোলাই এর মূল লক্ষ্য। এটি বিশ্বের অন্যতম আধুনিক অপরাধ রোধ পদ্ধতি।
সাধারণ অর্থে ঃ সাধারণ অর্থে সংশোধনমূলক কার্যক্রম বলতে বুঝায় যে ব্যবস্থাবলির মাধ্যমে অপরাধীদের চারিত্রিক
পরিবর্তন ও নীতি নৈতিকতার উন্নতি ঘটানো যায়। সংশোধনমূলক কার্যক্রম বিশ্বের কল্যাণ রাষ্ট্রসমূহ জনগণের কল্যাণ নিশ্চিত করতে সাদরে গ্রহণ করেছে।
প্রামাণ্য সংজ্ঞা :
অধ্যাপক গফুর ও মান্নান মোল্লা বলেছেন যে, “সংশোধন কার্যক্রম হলো সেসব সেবামূলক সমষ্টি যা অপরাধীদের অপরাধধর্মী আচরণ ও প্রবণতা দূরীকরণে ও তাকে সংশোধন করে সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে গৃহীত ও
পরিচালিত হয়ে থাকে।” মনীষী লুইস পি কার্নে এর অভিমত, “অপরাধমূলক আচরণ নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য অপরাধবিজ্ঞানের জ্ঞান
প্রয়োগের পেশাদার বিষয়কে সংশোধন বিজ্ঞান বলা যেতে পারে।” অন্যদিকে সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, “সংশোধন হচ্ছে এমন এক আইনগত ব্যবস্থা যা কারারুদ্ধকরণ, প্যারোল, প্রবেশন, আদর্শমূলক শিক্ষা কর্মসূচি ও সমাজসেবার মাধ্যমে আইন ভঙ্গকারী সমাজপ্রাপ্তদের আচরণ উন্নয়ন ও পরিবর্তনের চেষ্টা করা হয়।”
→ সংশোধন কার্যক্রমের মূলকথা : সংশোধনমূলক কার্যক্রম অপরাধীদের কল্যাণে পরিচালিত এক আধুনিক পদ্ধতি ।
বর্তমান বিশ্বের সমাজবিজ্ঞানী, অপরাধবিজ্ঞানী, মনস্তত্ত্ববিদ, সমাজকর্মী প্রমুখ মনীষীদের অভিমত, শাস্তি নয়, সংশোধন মূলক কার্যক্রমই পারে অপরাধীদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে। বাংলাদেশসহ পৃথিবীর অনেক রাষ্ট্র এই
অভিমতের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে কাজ করছে। সংশোধন কার্যক্রম বলতে অপরাধীদের চারিত্রিক সংশোধন পুনর্বাসন ও সুষ্ঠুভাবে সামাজিক ভূমিকা পালনে সহায়তা করার জন্য যে ব্যবস্থাবলি গৃহীত হয় তাকেই বুঝায়। এতে অপরাধীর আর্থ-সামাজিক অবস্থা, ব্যক্তিত্ব, অপরাধের ধরন ও পরিবেশ পরিস্থিতি আমলে নেওয়া হয় এবং পর্যায়ক্রমে
অপরাধীকে সংশোধন প্রচেষ্টা চালানো হয়। তাই এই সংশোধনমূলক কার্যক্রমের গুরুত্ব বেড়েই চলেছে।
উপসংহার ঃ পরিশেষে বলা যায় যে, অপরাধীর উন্নয়ন ও অপরাধ নির্মূলে সংশোধনমূলক কার্যক্রম যুগান্তকারী
পদক্ষেপ। যা কল্যাণ রাষ্ট্র আইনি ব্যবস্থায় পরিচালনা শুরু করেছে। প্রতিদিন অসংখ্য অপরাধ সাধিত হচ্ছে নৈতিকতা ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধের অভাবে। তরুণ-যুবক মাদকসক্ত হয়ে খুন, চাঁদাবাজি ও রাহাজানি শুরু করেছে। এরা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ আর এরাই অপরাধকর্মে লিপ্ত হয় তাহলে দেশের উন্নয়ন ভাবনাতীত হবে। এহেন
পরিস্থিতিতে সংশোধনমূলক কার্যক্রম বিশ্বের জাতিসত্তাকে আশার বাণী শুনিয়েছে। তাই এর গুরুত্ব ব্যাপক।